সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে লিড দিলেই ‘ইনাম’ ঘোষণা করে নির্বাচন কমিশনের কোপের মুখে পড়লেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি৷ সূত্রের খবর, কমিশনের তরফে শোকজ করা হয়েছে তাঁকে৷ বুধবারই জিতেন্দ্রের বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেন বিজেপির প্রতিনিধিরা৷ জানা গিয়েছে, তাঁর বক্তৃতার ভিডিও ক্লিপিংস জমা দেওয়া হয় কমিশনের কাছে৷ তা দেখেই জিতেন্দ্রর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন৷
[বিরল অসুখে শুকিয়ে যাচ্ছে নার্ভ, হাসপাতালে জীবনযুদ্ধ শিশুর]
আসানসোলে জামুড়িয়ায় তৃণমূলের এক কর্মিসভায় জিতেন্দ্র তিওয়ারি একটি বিতর্কিত মন্তব্য করেন৷ স্থানীয় তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ দিয়ে জানান, যে ওয়ার্ড থেকে শাসকদলের প্রার্থী পাঁচ হাজার লিড পাবেন, সেই ওয়ার্ডে উন্নয়নের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হবে। ‘শান্তিপূর্ণ নির্বাচনে বাধা দিচ্ছে তৃণমূল’, এই অভিযোগ তুলে শাসকদলের চার নেতার বিরুদ্ধে বুধবার মুখ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি৷ এই চারজন হলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, আসালসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ সূত্রের খবর, এই চারজনের বিরুদ্ধে একাধিক নথি ও ভিডিও ক্লিপিংস কমিশনের সামনে পেশ করেন বিজেপির প্রতিনিধিরা৷ এবং সমগ্র নির্বাচনী প্রক্রিয়া থেকে যাতে এই চারজনকে দূরে রাখা যায়, কমিশনের কাছে সেই দাবিই জানান তাঁরা৷
[সাবধান! দোলে কুকুরের গায়ে রং দিলে ৬ মাসের জেল ]
কমিশনের দপ্তর থেকে বেরিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন, নির্বাচন ঘোষণার দিন থেকেই তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণ নির্বাচনে বাধাদানের চেষ্টা করছে৷ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে৷ শাসকদলের চারজনের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ করা হয়েছে৷ মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপির প্রতিনিধির অভিযোগ, ‘নির্বাচন ঘোষণার দিনই মেয়র ফিরহাদ হাকিম বলেন, সিআরপিএফ-অবজারভার অনেক দেখেছি৷ ওরা আসবে, চলে যাবে৷ রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে রাজ্য পুলিশ৷ এটা ভোটারদের উদ্দেশ্যে দেওয়া প্রচ্ছন্ন হুমকি৷ এই পুলিশ দায়িত্বে থাকার সময়ই পঞ্চায়েত নির্বাচনে একশো জনেরও বেশি খুন হয়েছে৷ মঙ্গলবার রাতেও নদিয়ার পলাশিপাড়ায় একজন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে৷ এটাই রাজ্যের আইন-শৃঙ্খলার অবস্থা৷’’ কয়েকদিন আগেই ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করেছিলেন৷ এদিন সেই বিষয়েও কমিশনের সঙ্গে কথা হয়েছে বলে জানান এই বিজেপি নেতা৷ বিজেপির অভিযোগ, একাধিক কর্মীসভায় বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং রবীন্দ্র নাথ ঘোষকে৷ এদিন তাঁর বিরুদ্ধেও অভিযোগ জানা হয়েছে বলে জানান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.