Advertisement
Advertisement

Breaking News

Birbhum

বাড়িতে পড়ে নগ্ন দেহ, মুখে বাঁধা গামছা, প্রৌঢ়াকে ধর্ষণ করে খুন বীরভূমে!

পুলিশের তরফে এখনও কিছু বলা জানানো হয়নি।

Elderly woman allegedly raped and murdered in Birbhum | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 23, 2023 10:03 am
  • Updated:July 23, 2023 10:07 am  

নন্দন দত্ত, সিউড়ি: নৃশংস হত্যাকাণ্ড! প্রৌঢ়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল সাঁইথিয়ায়। রবিবার সকালে বাড়ির ভিতর থেকে নগ্ন অবস্থায় এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়। মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। প্রতিবেশীদের অভিযোগ, প্রৌঢ়াকে খুন ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে এ নিয়ে পুলিশের তরফে এখনও কিছু বলা জানানো হয়নি। কে বা কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। 

জানা গিয়েছে, নির্যাতিতা বৃদ্ধার বয়স ৫৫ বছর। বাড়ি বীরভূম (Birbhum) জেলার সাঁইথিয়া থানার অন্তর্গত বনগ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে।স্থানীয়দের অভিযোগ, আজ সকালে ওই বৃদ্ধাকে দেখতে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়িতে খোঁজ করতে গিয়ে দেখা যায় বাড়ির মধ্যে নগ্ন অবস্থায় পড়ে আছে ওই বৃদ্ধা। মুখে একটি গামছা ঢোকানো ছিল। তাঁদের ধারণা, বৃদ্ধাকে কেউ ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করেছে।

Advertisement

[আরও পড়ুন: বগটুই গ্রামে ফিরল আতঙ্ক! ফের তৃণমূল সমর্থকের বাড়িতে আগুন]

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। তবে পুলিশ জানিয়েছে, যতক্ষন ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া যাবে ততক্ষণ নিশ্চিত কিছু বলা যাবে না। তবে খুনের মামলা রুজু করে তার তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ।

[আরও পড়ুন: বাড়ি ঘেরাও কর্মসূচি বিপজ্জনক! এবার মুখ্যমন্ত্রী ও অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের শুভেন্দুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement