Advertisement
Advertisement
ধরনা

জমি হাতিয়ে নিয়েছে মেয়ে, সুবিচারের দাবিতে ব্লক অফিসের সামনে ধরনা বৃদ্ধের

অসুস্থতার সুযোগ নিয়ে ঠকানোর অভিযোগ প্রতারিতের।

Elderly man stages dharna in front of block office in Hili
Published by: Tanumoy Ghosal
  • Posted:June 21, 2019 5:41 pm
  • Updated:June 21, 2019 5:44 pm  

রাজা দাস, বালুরঘাট: জমি বিক্রির অগ্রিম টাকা নিয়ে রেখেছেন। কিন্তু অসুস্থতার সুযোগে জমিটাই যে হাতিয়ে নিয়েছে মেয়ে! শেষপর্যন্ত জমি ফেরত পেতে দক্ষিণ দিনাজপুরে হিলিতে ব্লক অফিসের সামনে ধরনায় বসলেন এক বৃদ্ধ। তাঁর দাবি, প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনও কাজ হয়নি।

[ আরও পড়ুন: শুশ্রূষার বদলে বৃদ্ধাকে মারধর! সিসিটিভিতে ধরা পড়ল নার্সের নির্মমতা]

হিলির ডাবরা এলাকায় থাকেন বিনয়কৃষ্ণ সরকার। ওই বৃদ্ধের শেষ বয়সের সম্বল বলতে কয়েক বিঘা জমি। সেই জমির বেশিরভাগটাই আবার জলাভূমি। জলা বাদে সামান্য যেটুকু জমি আছে, তাও বিক্রি করে দেবেন বলে ঠিক করেছেন বিনয়কৃষ্ণবাবু। হিলিতে ছোট মেয়ের কাছেই থাকতেন ওই বৃদ্ধ। মাসখানেক আগে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন বাবাকে মালদহে শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিলেন বিনয়কৃষ্ণ সরকারের মেজো মেয়ে শিপ্রা দেবনাথ। ওই বৃদ্ধের অভিযোগ, অসুস্থতার সুযোগ নিয়ে জোর করে তাঁকে দিয়ে জমি লিখিয়ে নিয়েছেন শ্রিপা। বিষয়টি বুঝতে পারার পর প্রশাসনের দ্বারস্থ হন বিনয়কৃষ্ণবাবু। কিন্তু নানা মহলে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

Advertisement

বৃহস্পতিবার থেকে মেয়ের চক্রান্তের সুবিচার চেয়ে হিলিতে ব্লক অফিসের সামনে ধরনায় বসেছেন বিনয়কৃষ্ণ সরকার। দাবি একটাই, শেষ বয়সের সম্বল জমিটুকু ফিরিয়ে দিতে হবে। কিন্তু প্রশাসনের টনক কী নড়বে? ওই বৃদ্ধ কী সুবিচার পাবেন? সেটাই এখন দেখার। এদিকে হাতিয়ে নেওয়ার পর ওই বৃদ্ধের মেজো মেয়ে আবার জমিটি নিজের মেয়ের নামে লিখে দিয়েছেন বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: নদীর উপরে কচুরিপানার ‘সেতু’, শোরগোল দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement