ছবি: প্রতীকী
পলাশ পাত্র, তেহট্ট: উর্বর জমি। চাষাবাদের জন্য একেবারে আদর্শ৷ সেই জমির উপর গাড়িতে মাটিবোঝাই করে নিয়ে যাওয়ার প্রতিবাদ করেছিলেন জমির মালিক৷ বেঘোরে প্রাণ গেল তাঁর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়ায়। দোষীদের শাস্তির দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মৃতের পরিজন ও স্থানীয় বাসিন্দারা।
মৃতের নাম মণিরুল মণ্ডল। বাড়ি, পলাশিপাড়া থানার বার্ণিয়া সুরেন্দ্রনাথপুরে। মণিরুল পেশায় কৃষক। পরিবারের লোকেরা জানিয়েছেন, সুরেন্দ্রনাথপুরেই কয়েক বিঘা জমিতে চাষ করতেন তিনি। জমিটি বেশ উর্বর। হলুদ-সহ বছরভর নানা ধরণের ফসলের চাষ হয়। শনিবার সকালে মণিরুলের জমির উপর দিয়ে গাড়িতে করে মাটি নিয়ে যাচ্ছিলেন এলাকারই কয়েকজন। ঘটনাটি নজরে পড়তে প্রতিবাদ করেন মণিরুল। যাঁরা মাটি নিয়ে যাচ্ছিলেন, তাঁদের সঙ্গে মণিরুলের বচসা হয়। অভিযোগ, বচসা চলাকালীন মণিরুলকে রাস্তায় ফেলে ইঁট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে নিয়ে যাওয়ায় স্থানীয় একটি নার্সিংহোমে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে স্থানান্তরিত করা হয় বেথুরাডহরি হাসপাতালে। শেষপর্যন্ত বেথুরাডহরি হাসপাতাল থেকে কৃষ্ণনগরে নিয়ে যাওয়ার পথে মারা যান মণিরুল মণ্ডল।
এদিকে এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পলাশিপাড়ার বার্ণিয়া সুরেন্দ্রনাথপুরে। মৃতের পরিবারের অভিযোগ, পরিকল্পনামাফিক মণিরুলকে পিটিয়ে খুন করা হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে বার্ণিয়া সুরেন্দ্রনাথপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। ঘণ্টা খানেক পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। খুনের অভিযোগে থানায় এফআইআর দায়ের করেছেন মণিরুল মণ্ডলের পরিবারের লোকেরা। তদন্তে নেমেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.