Advertisement
Advertisement

বিছানায় পড়ে গলায় ফাঁস দেওয়া দেহ, প্রৌঢ়ের রহস্যমৃত্যুতে খড়দহে চাঞ্চল্য

তিনদিন আগে নাকি বাড়ি ভাড়া নেন ওই প্রৌঢ়।

Elderly man found dead in Khardah
Published by: Subhamay Mandal
  • Posted:December 20, 2018 2:25 pm
  • Updated:December 20, 2018 2:25 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: ভাড়াবাড়িতে রহস্যমৃত্যু প্রৌঢ়ের। চাঞ্চল্য ছড়াল খড়দহের শান্তিনগর এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম প্রতুল চক্রবর্তী (৫০)। নিজের ঘরে তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিছানার উপর পড়ে থাকতে দেখা যায়। খড়দহ থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আদৌ আত্মহত্যা নাকি খুন, ধন্দে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছেন আধিকারিকরা।

প্রসঙ্গত, তিনদিন আগে শান্তিনগরের ওই দোতলা বাড়িতে ভাড়া আসেন প্রতুলবাবু। বাড়িওয়ালা শ্যামল মজুমদার নিজে থাকেন একতলায়। দোতলায় তাঁকে ভাড়া দেন বাড়িওয়ালা। ভাড়াটিয়ার পরিচয় বলতে একটি ফার্মা কোম্পানির সিইও জানতেন বাড়িওয়ালা। ব্যস, ওইটুকুই। সোদপুর-সহ দু’টি জায়গায় ওই প্রৌঢ় নাকি ফার্মা কোম্পানির আউটলেট খুলবেন বলে জানিয়েছিলেন বাড়িওয়ালাকে। এমনকি তাঁর ছেলেকেও চাকরি দেওয়ার কথা বলেছিলেন ওই প্রৌঢ়। ভাড়াটিয়ার ব্যাপারে কাউন্সিলরও কিছুই জানতেন না বলে জানা গিয়েছে। নিঃসঙ্গ ওই প্রৌঢ় সাধারণত হোম সার্ভিস থেকে খাবার নিতেন। বৃহস্পতিবার সকালে হোম সার্ভিসের বাসন নিতে আসেন এক যুবক। তিনি ওই প্রৌঢ়কে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে বাড়িওয়ালাকে ডাকেন। বাড়িওয়ালা তখন দোতলায় এসে দেখেন, ঘরের দরজা ভেজানো। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই তাঁরা দেখেন, বিছানার উপর গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে আছেন প্রতুলবাবু। এরপরই তিনি পুলিশকে খবর দেন।

Advertisement

[হাতের মুঠোয় ‘স্কিমার’, পুলিশের জালে এটিএম জালিয়াতির নয়া চক্র]

এটা আত্মহত্যা না খুন সে বিষয়ে ধন্দে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, দালাল মারফত বাড়ি ভাড়া নিয়েছিলেন ওই প্রৌঢ়। বাড়িওয়ালা ও দালালকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement