Advertisement
Advertisement

Breaking News

Tamluk

কলকাতা থেকে চিকিৎসা সেরে আর ঘরে ফেরা হল না, পথেই মৃত্যু দম্পতির

গুরুতর জখম গাড়ির চালক।

Elderly couple died in accident in Tamluk | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 22, 2023 7:57 pm
  • Updated:May 22, 2023 7:57 pm  

সৈকত মাইতি, তমলুক: কলকাতায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল হলদিয়ার এক দম্পতির। রবিবার রাতে তমলুকের ১১৬ বি হলদিয়া মেচেদা জাতীয় সড়কের কুমারগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গাড়ির চালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন বিষ্ণুহরি বাগ (৬৯) এবং কাঞ্চনরানী বাগ (৫৪)। হলদিয়ার দুর্গাচক থানার খঞ্জনচক এলাকার বাসিন্দা। বিষ্ণুহরিবাবু হলদিয়ার আইওসির অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর চার ছেলেমেয়ে, নাতি-নাতনিদের নিয়ে ভরা সংসার। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন কাঞ্চনরানী। তাই ডায়ালিসিসের জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়মিত যেতে হচ্ছিল তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে কেল্লাফতে! ২০০ কোটির ক্লাবে ‘দ্য কেরালা স্টোরি’]

রবিবারও এই দম্পতি চিকিৎসার জন্য নিজেদের গাড়িতে কলকাতা গিয়েছিলেন। চালকের আসনে ছিলেন ভরত মণ্ডল। গাড়ির পিছনের আসনে ছিলেন বাগ দম্পতি। সেখান থেকে হলদিয়ায় ফেরার পথে তমলুক থানা এলাকার কুমারগঞ্জের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, হলদিয়াগামী একটি ট্রেলার অপর লেনে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় দ্রুতগতিতে আসা বিষ্ণুহরি বাগের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ট্রেলারে ধাক্কা মারে। গুরুতর জখম হন গাড়িচালক-সহ বাগ দম্পতি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কাঞ্চনদেবীকে মৃত বলে ঘোষণা করেন। এর কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিষ্ণুহরি বাগের। অবস্থার অবনতি হওয়ায় গাড়ি চালক ভারতকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

[আরও পড়ুন: ইডি-সিবিআই ধরবে না, সেই শর্তেই বিজেপির সঙ্গে চুক্তি শুভেন্দুর! ‘সাক্ষী আমি’, বিস্ফোরক জয়প্রকাশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement