Advertisement
Advertisement

Breaking News

ছাদে জল পড়া নিয়ে বিবাদ, ছোট ভাইকে মুগুর দিয়ে পিটিয়ে খুন দাদার

অভিযুক্তকে ক্লাবঘরে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা।

Elder Brother allegedly killed brother in Bangao | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:August 23, 2023 8:44 pm
  • Updated:August 23, 2023 8:45 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বড় ভাইয়ের নতুন তৈরি বাড়ির ছাদের জল গড়িয়ে পড়ছিল ছোট ভাইয়ের বাড়িতে। ছোট ভাই প্রতিবাদ করায় কাঠের মুগুর দিয়ে মাথায় বাড়ি মেরে খুন করার অভিযোগ উঠল বড় ভাইয়ের বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ট্যাংরা কলোনি এলাকায়।

মৃত ছোট ভাইয়ের নাম বিষ্ণু মণ্ডল (৫৫)৷ অভিযুক্ত বড় ভাইয়ের নাম দীজোহর বিষ্ণু মণ্ডল। গুরুতর জখম অবস্থায় বিষ্ণু বিষ্ণু মণ্ডলকে পরিবার ও প্রতিবেশীরা উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়রা অভিযুক্তকে স্থানীয় ক্লাব ঘরে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়। মৃতর স্ত্রী ঝর্ণা মণ্ডল বলেন “আমার দেওর বাড়ি বানিয়েছে। একদম আমাদের জায়গার পাশে। নিয়ম না মেনে ৷ দুপুরে বৃষ্টি নামতেই ছাদের জল সব গড়িয়ে আমাদের বাড়িতে পড়ছিল ৷ দেওরকে বলতেই মোটা কাঠ দিয়ে আমার স্বামীর মাথায় মেরে খুন করে ৷ পুলিশ ওকে শাস্তি দিক।”

Advertisement

[আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডসের CEO অভিষেক! ‘রাজনৈতিক প্রতিহিংসার জন্য বিজ্ঞপ্তি ইডির’, পালটা তৃণমূলের]

স্থানীয় এবং পরিবারের লোকেরা জানিয়েছে, দুই ভাই দীজোহর মণ্ডল ও বিষ্ণু মণ্ডল দীর্ঘদিন ধরে পাশাপাশি বাস করেন। তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি রয়েছে ৷ মৃত বিষ্ণু পেশায় কৃষক। সম্প্রতি অভিযুক্ত দীজোহর একটি ছাদ দিয়ে বাড়ি নির্মাণ করছে ৷ নতুন ছাদ দেওয়া হয়েছে ৷ এদিন দুপুরে বৃষ্টি নামলে ওই ছাদ থেকে জল গড়িয়ে বিষ্ণুর বাড়িতে চলে আসছিল। এই ঘটনা দেখতে পেয়ে ছোট ভাই বড় ভাইয়ের বাড়িতে গিয়ে তাঁকে ব্যবস্থা নিতে বলে ৷ অভিযোগ সে সময় অভিযুক্তর বউ তাঁর হাটে একটি কাঠের মুগুর তুলে দেয় ৷ এরপর সেই মুগুর দিয়েই ভাইয়ের মাথায় সজোরে আঘাত করেন অভিযুক্ত ৷ ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ভাই। খবর পেয়ে স্থানীয়রা এসে অভিযুক্ত আটকে রাখে ৷ ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত করেছে।

[আরও পড়ুন: হঠাৎ সেনার পোশাকে যাদবপুর ক্যাম্পাসে এক দল যুবক-যুবতী! প্রশ্নের মুখে নিরাপত্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement