Advertisement
Advertisement

Breaking News

শিবকাশীতে বাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৯

দেখুন সেই ভয়াবহ বিস্ফোরণের ভিডিও৷

Eight people at a scan centre died of suffocation in Sivakasi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 6:41 pm
  • Updated:January 27, 2020 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর শিবকাশীতে একটি বাজির কারখানায় আগুন লেগে বৃহস্পতিবার ৯ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ২০৷ সূত্রের খবর, কারখানার কাছেই একটি মেডিক্যাল সেন্টারে আগুন ছড়িয়ে পড়ে৷ আতসবাজির পোড়া ধোঁয়ায় দম বন্ধ হয়ে ওই সেন্টারের কর্মী ও রোগীরা প্রাণ হারান বলে পুলিশ সূত্রে খবর৷

এদিন দুপুর দেড়টা নাগাদ শিবকাশী রোডের কাছে রাঘবেন্দ্র এজেন্সির কর্মীরা একটি মিনিভ্যান থেকে আতসবাজি নামাচ্ছিলেন৷ পুলিশের বক্তব্য, বস্তা বস্তা আতসবাজি নামানোর সময় আচমকাই এক বান্ডিল বাজি মাটিতে পড়ে ফেটে যায়৷ বেগতিক বুঝে দৌড় লাগান কারখানার কর্মীরা৷ পাশের মেডিক্যাল সেন্টারের কর্মীরা বিস্ফোরণের শব্দে সেন্টারের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেন৷ এতেই ঘটে বিপত্তি৷

Advertisement

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে শিবকাশী, বিরুদ্ধনগর ও সাত্তারের দমকলবাহিনী৷ বাজির কারখানা না টপকে মেডিক্যাল স্ক্যান সেন্টারে ঢোকার বা বেরোনোর কোনও উপায় ছিল না বলে জানিয়েছেন দমকলকর্মীরা৷ যার ফলে সেন্টারের ভিতর আটকে পড়া রোগী-স্বাস্থ্যকর্মীদের আতসবাজির পোড়া ধোঁয়ায় দম আটকে আসে৷ পুলিশ ও দমকলকর্মীরা মেডিক্যাল সেন্টারের কাচ ভেঙে ৪১ জনকে কোনওমতে উদ্ধার করতে পারলেও ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৯ জন৷

হাসপাতাল সূত্রে খবর, মৃতদের গায়ে পোড়ার চিহ্ন নেই, প্রত্যেকেই দমবন্ধ হয়ে মারা গিয়েছেন৷ মৃত আটজনের জনের মধ্যে চারজন ওই স্ক্যান সেন্টারের কর্মী, বাকিরা রোগী৷ পুলিশ অসতর্কভাবে আতসবাজি ব্যবহারের অভিযোগে ওই কারখানার কয়েকজন কর্মীকে আটক করেছে৷

দেখুন সেই ভয়াবহ বিস্ফোরণের ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement