Advertisement
Advertisement
Bus

মুখ্যমন্ত্রীর নির্দেশেই তৎপরতা, ২৪ ঘণ্টা না কাটতেই উত্তর ২৪ পরগনায় চালু আট রুটের বাস

বাস চালু হওয়ায় এতদিনকার সমস্যা থেকে মুক্তি পেলেন যাত্রীরা।

Eight bus routes in North 24 Parganas resume services just after CM Mamata Banerjee's instrcution | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:November 18, 2021 5:52 pm
  • Updated:November 18, 2021 5:56 pm  

মলয় কুণ্ডু: মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই মোট ৮টি রুটে শুরু হল বাস চলাচল। বৃহস্পতিবার রাজ্য পর্যটন দপ্তরের তরফে যুগ্মসচিব বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি জানান। মধ্যমগ্রাম, বারাসত (Barasat) থেকে কলকাতা, হাওড়াগামী বাসগুলির যাত্রা শুরু হওয়ায় খুশি যাত্রীরা। করোনা কালে এসব বাসরুট বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল আন্তঃজেলার একাধিক বাসরুটও। কিন্তু এতদিন পরও কেন তা চালু হয়নি, বুধবার মধ্যমগ্রামের প্রশাসনিক সভা থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তোলেন। দ্রুত তা চালুর নির্দেশও দেন। সেইমতো ২৪ ঘণ্টা না পেরতেই বাস পরিষেবা ফের চালু হয়ে গেল।

যে যে রুটে এদিন থেকে বাস চালু হয়ে গেল, তা হল –

Advertisement
  • D-31 – শ্রীনাথপুর থেকে কলকাতা।
  • D-23 – কইজুড়ি থেকে কলকাতা।
  • D-32 – বারাসত-দুলদুলি-সামসেরগঞ্জ।
  • D 7/1 – বাগদা-কলকাতা/হাওড়া।
  • D-20 – বসিরহাট-ধর্মতলা।
  • D-9 – বাদুড়িয়া-হাকিমপুর।
  • D-26 – স্বরূপনগর-বিধাননগর।
  • E-62 – শীতলিয়া থেকে কলকাতা।

[আরও পড়ুন: জঙ্গিগোষ্ঠীর হয়ে প্রচারের অভিযোগ, বাঁকুড়া থেকে গ্রেপ্তার ভিনরাজ্যের যুবক]

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) প্রত্যন্ত এলাকাগুলি থেকে বাসরুটে কলকাতা, হাওড়া কিংবা ভিনজেলায় যাতায়াতের সমস্যা হচ্ছিল। সেই কারণে তা ফের চালু করার জন্য পরিবহণ দপ্তরে আবেদন জানান জেলাবাসী। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠক করাকালীন এই প্রসঙ্গ উঠে আসে। সেখানে সমস্যাটি বিস্তারিত জানার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। বৈঠকে উপস্থিত পরিবহণ কর্তাদের উদ্দেশে বলেন, পরিস্থিতি খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব, বাসগুলি চালু করে দিতে হবে। সেই নির্দেশমতো বৃহস্পতিবার দিনের প্রথমার্ধ্বেই বিজ্ঞপ্তি জারি করে ৮ টি রুটের বাস চালু করার কথা জানায়। করোনা আতঙ্ক কাটিয়ে এদিন থেকেই সচল হয় বাসগুলি। স্বস্তিতে যাত্রীরা। 

[আরও পড়ুন: জঙ্গলের নিভৃতে নয়, রাস্তাতেই সন্তান প্রসব হস্তিনীর! নকশালবাড়ির ঘটনায় প্রত্যক্ষদর্শী স্থানীয়রা]

স্বরূপনগর থেকে বিধাননগর রুটের বাসটি বাদুড়িয়া, বেড়াচাঁপা, বারাসত, এয়ারপোর্ট, হলদিরাম, নিউটাউন হয়ে করুণাময়ী পর্যন্ত যাবে। এছাড়া শীতলিয়া-কলকাতা এবং বসিরহাট-ধর্মতলা রুটের বাসগুলিও অনেকটা রাস্তা ঘুরবে। ফলে প্রচুর যাত্রীর সুবিধা হবে।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement