স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার এসএসসি-র চেয়ারম্যান ও পর্ষদ সভাপতির সাথে জরুরি ভিত্তিতে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও এসএসসি বোর্ডকে যত দ্রূত সম্ভব নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন তিনি৷ পার্থ বাবু জানান, দীর্ঘদিন ধরে বহু বেকার যুবক যুবতীরা অপেক্ষা করেছিলেন৷ এবার হাই কোর্টের নির্দেশ মেনে দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন তাঁরা৷ সূত্রের খবর, পুজোর আগেই জারি হতে চলেছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি৷
বুধবার হাই কোর্টে রায়দানের কয়েক মিনিটের মধ্যেই টেটের ফল প্রকাশ করে কথামতো শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার৷ প্রাথমিক টেটের সেই প্রকাশিত ফল নিয়েই এদিন অসন্তোষ প্রকাশ করে রিভিউ পিটিশন ফাইল করেছেন চিন্ময় দলুই-সহ প্রায় ২২০০ প্রশিক্ষিত প্রার্থী৷ তাঁদের আইনজীবী সৌমেন দত্তর দাবি, হাই কোর্টের নির্দেশ ছিল ফল প্রকাশের পর প্রশিক্ষিত প্রার্থীদের স্বার্থ সুরক্ষিত করতে হবে৷ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের যে ফল প্রকাশ করেছে তাতে প্রশিক্ষিত প্রার্থীদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না৷ বঞ্চিত হচ্ছেন প্রশিক্ষিতরা৷ এই বক্তব্য শোনার পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে ২০১৫-র প্রাথমিক টেট সংক্রান্ত সমস্ত নথি তলব করেছেন হাই কোর্ট৷ সোমবারের মধ্যে রাজ্য সরকার ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে, কত জন প্রার্থী টেট দিয়েছিলেন৷ এছাড়াও জানাতে হবে, কত জন প্রশিক্ষিত ও কত জন অপ্রশিক্ষিত প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷ সোমবার ফের মামলার শুনানি হবে৷
এদিন বৈঠকে এসএসসি-র চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে দ্রুত বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ এছাড়াও জানা গিয়েছে, উচ্চ প্রাথমিকস্তরে তিনটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে৷ উচ্চ প্রাথমিকে টেটের যে ফল প্রকাশ হয়েছে তার মাধ্যমে প্রথমে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে৷ এরপর নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য টেট আয়োজন করা হবে৷ যেখানে আবেদন করতে হলে প্রার্থীদের স্নাতকস্তরে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক৷ তারপর হবে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য টেট৷ সেখানে আবেদনের ক্ষেত্রে স্নাতকোত্তরে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.