রাহুল চক্রবর্তী: ইংরেজি ভীতি কাটাতে নয় পদক্ষেপ রাজ্য সরকারের। বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু করছে শিক্ষা দপ্তর। ইংরেজি নতুন বছরের প্রথম মাস থেকেই ৬৫টি স্কুলে ইংরেজি মাধ্যম চালু করছে রাজ্য।
ইংরেজি নিয়ে ছাত্রছাত্রীদের ভয় ছোটবেলা থেকেই। নিচুস্তর থেকে ঠেলে গুঁতিয়ে ইংরেজি বিষয়ে পড়াশোনা করলেও, উচ্চমাধ্যমিকের গণ্ডি টপকানোর পর অনেকেই আর তা নিয়ে এগোতে চায় না। নিচু ক্লাসে পরীক্ষায় শুধুমাত্র পাস করার জন্যই ইংরেজি বিষয়ে পড়াশোনা করে, বহু এমন নজির আছে। ফলত, ছোটবেলা থেকে ভিত মজবুত না থাকার ফলে ইংরেজিতে ছাত্রছাত্রীদের দুর্বলতা থেকেই যায়। এবার এই দুর্বলতাকেই কাটাতে চাইছে রাজ্য শিক্ষা দপ্তর। ছাত্রছাত্রীরা যাতে নিচু ক্লাস থেকেই ইংরেজি পড়া ও লেখায় সাবলীল হতে পারে, সেটাকেই গুরুত্ব দিচ্ছে সরকার। আর তার জন্যই চালু করা হচ্ছে ইংরেজি মাধ্যম।
বৃহস্পতিবার বার রাজ্য সরকারের এই পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্যের ১০০টি স্কুলে ইংরেজি মাধ্যম চালু করা হবে। জানুয়ারি মাস থেকেই ৬৫টি স্কুলে ইংরেজি মাধ্যম শুরু করার সম্ভাবনা রয়েছে।”
[ সন্ধের পর বাইরে বেরোতে মানা, অভিমানে আত্মহত্যার চেষ্টা তিন ছাত্রীর ]
সরকারি স্কুল ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে চালু হবে ইংরেজি মাধ্যম। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ইংরেজি মাধ্যম চালু হলেও বাংলা মাধ্যম পাশাপাশি থাকবেই। শিক্ষা দপ্তর থেকে খবর, প্রি-প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইংরেজি মাধ্যম চালু হবে। তবে সেটা ধাপে ধাপে। প্রি-প্রাইমারি স্কুলে যেখানে শিক্ষক ও পরিকাঠামো আছে কিন্তু ছাত্র নেই, সেখানে গোড়াতেই ইংরেজি মাধ্যম চালু করার পরিকল্পনা রয়েছে। তারপর পর্যায়ক্রমে ক্লাস টুয়েলভ পর্যন্ত ইংরেজি মাধ্যম চালু করতে চলেছে রাজ্য সরকার। একইসঙ্গে বাংলা মাধ্যম থাকবে।
কেন এই পদক্ষেপ? শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “মাতৃভাষার সঙ্গে ছাত্রছাত্রীরা ইংরেজিতেও পারদর্শী হোক, সেটাকেই গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা যাতে ভালভাবে উত্তীর্ণ হতে পারে, তাই ইংরেজি মাধ্যম চালু করা হচ্ছে। ইংরেজি নিয়ে বামফ্রন্ট সরকার ছাত্রদের সর্বনাশ করেছে, তার হাত থেকে এই প্রজন্মকে উদ্ধার করা।” ছাত্রছাত্রীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর উপরই গুরুত্ব দিচ্ছে সরকার। সেই কারণে প্রথম পর্যায়ে ৬৫টি স্কুল চিহ্নিত করে ইংরেজি মাধ্যম চালু করার ব্যাপারে পদক্ষেপও গ্রহণ করেছে শিক্ষা দপ্তর। সেক্ষেত্রে এই স্কুলগুলিতে পড়ানোর বিষয়ে শিক্ষকদের যোগ্যতাকেও দেখা হচ্ছে। শিক্ষা দপ্তরের কাছে শিক্ষকদের বিষয়ে ডেটা রয়েছে। ইংরেজি মাধ্যমে পড়ে আসা শিক্ষকরা যাঁরা বর্তমানে বিভিন্ন স্কুলে পড়াচ্ছেন, তাঁদের এ সব স্কুলে নিয়ে আসা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। শিক্ষক পুল থেকেও শিক্ষক চিহ্নিত করা হবে। তারপরও শিক্ষকের প্রয়োজন হলে সরকারি নিয়মে ইংরেজি মাধ্যমের জন্য শিক্ষক নিয়োগ করা হবে।
[ ইংলিশ চ্যানেল জয় করেও নেই স্পনসর, সায়নীর পাশে রাজ্য সরকার ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.