সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিড-ডে মিলে পড়ুয়াদের ফ্যান ভাত-নুন এবং শুকনো বিস্কুট দেওয়ার ঘটনায় বিব্রত রাজ্য সরকার৷ গত কয়েকদিন ধরে যেভাবে একের পর এক গাফিলতি ও দুর্নীতি সামনে এসেছে, তাতে নড়েচড়ে বসেছে শিক্ষা দপ্তর৷ এই পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি সরকারি স্কুলের জন্য রোজকার মিড-ডে মিলের মেনু নির্দিষ্ট করে দিল নবান্ন৷ যেখানে স্পষ্ট বলা হয়েছে, আগামী সোমবার থেকেই এই মেনু অনুযায়ী পড়ুয়াদের মিড-ডে মিল দিতে হবে স্কুলগুলিকে৷
রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় রোজকার মিড-ডে মিলের মেনু হল-
সোমবার: ভাত, ডাল, আলু-সবজির তরকারি, চাটনি
মঙ্গলবার: ভাত, ডাল, ডিম/ মাছ, চাটনি
বুধবার: ভাত, ডাল, সবজি
বৃহস্পতিবার: ভাত, মাছ/ডিম, সবজি
শুক্রবার: ভাত, ডাল, আলু পোস্ত
শনিবার: ভাত, ডাল, আলু সয়াবিনের তরকারি
[ আরও পড়ুন: রানাঘাটের লতাকণ্ঠী রানু এখন হিমেশ রেশমিয়ার প্লে-ব্যাক গায়িকা ]
জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের তরফে এই নির্দিষ্ট মেনু কলকাতা-সহ জেলার সমস্ত সরকারি স্কুলগুলির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ সেখানে স্পষ্ট বলা হয়েছে, এই মেনু মানতে বাধ্য স্কুলগুলি। এবং এই মেনু অনুযায়ী স্কুলগুলিকে পড়ুয়াদের খাবার দিতেই হবে৷ লক্ষ্যণীয় বিষয় হল, ডিম ও সয়াবিনের সঙ্গে এই মিড-ডে মিলের মেনুতে সংযোজিত হয়েছে মাছ। সূত্রের খবর, চুঁচুড়ার বালিকা বাণীমন্দির স্কুলে পড়ুয়াদের মিড-ডে মিলে ফ্যান ভাত ও নুন দেওয়ার ঘটনায় এবং পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের জামনা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে শুকনো বিস্কুট দেওয়ার ঘটনায়, যথেষ্ট অস্বস্তিতে পড়েছে শিক্ষা দপ্তর৷ তাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে ইতিমধ্যে পরিদর্শকের দলও তৈরির ভাবনা নেওয়া হয়েছে৷ বিভিন্ন স্কুলের মিড-ডে মিলের অবস্থা খতিয়ে দেখবে দলটি এবং সেই রিপোর্ট জমা করবে শিক্ষা দপ্তরে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.