সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (HS Result 2021) নিয়ে ক্ষোভ প্রশমন করতে এবার সরাসরি হস্তক্ষেপ করল স্কুল শিক্ষাদপ্তর। কোন স্কুলে কেন বিক্ষোভ হচ্ছে তা নিয়ে সরাসরি শিক্ষাদপ্তরকে রিপোর্ট দেবেন জেলাশাসকরা। কারণ খতিয়ে দেখতে স্কুলে-স্কুলে যাবেন এসআই (SI) এবং ডিআইরা (DI)। এই মর্মে সোমবার জেলাশাসকদের চিঠি পাঠাল শিক্ষাদপ্তর (School Education Department)।
উচ্চ মাধ্যমিক পরীক্ষর ফলপ্রকাশ হওয়ার পর থেকেই জেলায়-জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। কোথাও রাস্তা বন্ধ করে চলছে বিক্ষোভ তো কোথাও আবার স্কুলে ভাঙচুর হচ্ছে। এমন পরিস্থিতিতে এদিন জরুরি বৈঠক ডেকেছিল শিক্ষাদপ্তর। ছিলেন শিক্ষাসচিব মণীশ জৈনও। বৈঠক শেষেই জেলাশাসকদের নয়া নির্দেশিকা পাঠাল শিক্ষাদপ্তর। স্কুলের মাধ্যমে সংশাধনের আরজি যাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে। তারপর দ্রুত ইস্যু করা হবে নতুন মার্কশিট। এদিকে ২৯ জুলাইয়ের মধ্যে স্কুলগুলিকে সংসদের আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। আর ৩০ তারিখের মধ্যে ক্ষুধ্ব ছাত্রছাত্রীদের নিজের স্কুলে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উচ্চ মাধ্যমিকে প্রত্যাশার তুলনায় নম্বর কম এসেছে। আবার কেউ কেউ পাশ করতে পারেনি পরীক্ষায়। বিকল্প পদ্ধতিতে নম্বর দেওয়ার সময় সংসদে কিংবা স্কুলে গন্ডগোল হয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের একাংশের। ফলপ্রকাশের জেরে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে। সেই ক্ষোভ সামাল দিতে দিন কয়েক আগে পদক্ষেপ করেছিল উচ্চশিক্ষা সংসদ। বলা হয়েছিল, ক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে দ্রুত কথা বলুক স্কুল কর্তৃপক্ষ। কেন পড়ুয়াদের ক্ষোভ, তা দ্রুত জেনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানাতে বলা হয়েছিল। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে ব্যবস্থা নেওয়ার কথা সংসদের। দ্রুত এই প্রক্রিয়া শেষ করতেও নির্দেশ দেওয়া হয়েছিল। তার পরেও বিক্ষোভ থামেনি। তাই এবার সরাসরি হস্তক্ষেপ করল শিক্ষাদপ্তর। সূত্রের খবর, এদিন শিক্ষাদপ্তরের তরফে উচ্চ মাধ্যমিক সংসদকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষাদপ্তর। রাজ্য পড়ুয়াদের স্বার্থে ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।
উচ্চ মাধ্যমিকে (Higher secondary) পাশের হার ৯৭.৬৯ শতাংশ। অঙ্কের হিসেবে মাত্র ২.৩১ শতাংশ ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে। মাত্র ২.৩১ শতাংশ ছাত্রছাত্রী অকৃতকার্য হওয়ার পর শুক্রবার থেকে পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত রুমানা সুলতানার কান্দির স্কুলেও কম নম্বর পাওয়ায় বিক্ষোভ হয়েছে। এছাড়া বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়া (Nadia), হাওড়া (Howrah) -সহ বিভিন্ন জেলার স্কুলে বিক্ষোভে শামিল হয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.