Advertisement
Advertisement

Breaking News

Anubrata Mandal

Anubrata Mandal: আসানসোল থেকে দিল্লির আদালত, অনুব্রতর মামলা স্থানান্তরের আরজি ED’র

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার মামলা স্থানান্তরের আবেদন করে ইডি।

ED wants to shifts Anubrata Mandal's case in Delhi Rouse Avenue Court । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 28, 2023 7:15 pm
  • Updated:July 28, 2023 7:15 pm  

শেখর চন্দ, আসানসোল: এবার গরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করল ইডি। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ইডি মামলা স্থানান্তরের আবেদন করার পরেই জল্পনা তৈরি হয়েছে। তা হলে অনুব্রত মণ্ডল, তাঁর কন্যা সুকন্যা মণ্ডল এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের মামলা দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতেই হবে বলে মনে করছে আইনজীবীদের একাংশ।

শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার মামলা স্থানান্তরের আবেদন করে ইডি। তাদের আবেদনে মামলাটি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে স্থানান্তরিত করা হোক। সেখানেই চলুক মামলার বিচারপ্রক্রিয়া। ইডির এই আবেদনে সাড়া দিয়ে বিচারক রাজেশ চক্রবর্তী ১৯ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। সেদিন অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ আপত্তি জানাবেন বলে জানান।

Advertisement

[আরও পড়ুন: টাকার বিনিময়ে কামারহাটি পুরসভায় চাকরি? তথ্যের খোঁজে পুরকর্মীদের CBI তলব]

গরু পাচার মামলায় প্রথমে সিবিআই ও পরে ইডি’র হাতে গ্রেপ্তার হয়ে এখন দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রত এবং তাঁর কন্যা। ওই জেলেই রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতির প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। এছাড়াও রয়েছেন এনামুল হক এবং বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার। আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, “আসানসোলের সিবিআই আদালত যদি মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেয়, তা হলে অনুব্রত, সায়গলদের সেখানেই শুনানি হবে। তার ফলে যত সাক্ষী রয়েছেন, তাঁদের সকলকেই দিল্লি গিয়ে সাক্ষ্য দিতে হবে। সিবিআইকে সমস্ত নথি দিল্লিতে নিয়ে যেতে হবে। তার থেকে ভাল হয় আসানসোলের সিবিআই আদালতকে ইডি’র বিশেষ আদালত করে দেওয়া হোক।”

[আরও পড়ুন: বউকে বড় ভয়! দেড় বছর পর প্রকাশ্যে এসে জানালেন ‘নিখোঁজ’ ব্যক্তি, হতবাক পুলিশও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement