Advertisement
Advertisement

Breaking News

ED

নিয়োগ দুর্নীতির টাকা ব্যবসায় বিনিয়োগ? তথ্যের খোঁজে নদিয়ায় জোর তল্লাশি

মুদি দোকান থেকে চালকলে তল্লাশি ইডির।

ED raids premises of rice mill owner in Nadia । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 11, 2023 1:51 pm
  • Updated:October 11, 2023 2:07 pm  

সুবীর দাস, কৃষ্ণনগর: মুদি দোকান থেকে চালকল। বুধবার সকাল থেকে নদিয়ায় বিভিন্ন প্রান্তে হানা ইডির। চলছে জোর তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতির টাকা কী ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে? সেই সংক্রান্ত তথ্যের খোঁজে তদন্তকারীরা।

বুধবার সাতসকালে নদিয়ার হরিণঘাটার শিমুলিয়া ও ফকিরতলায় হানা দেয় ইডি। সকাল সাড়ে সাতটা নাগাদ শিমুলিয়ার মর্ডান চালকলে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চালকলের বর্তমান মালিক বাকিবুর রহমান, বিনয় পাত্র, সহিদুল রহমান মণ্ডল এবং শরিফুল মণ্ডল। জানা গিয়েছে, বাকিবুর রহমানের নদিয়া, বর্ধমান-সহ একাধিক জায়গায় চালকল রয়েছে। বাকিবুর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ বলেও জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতির ‘কালো’ টাকা চালকলে বিনিয়োগ করা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। তাই সাতসকাল থেকে জায়গায় জায়গায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Advertisement

[আরও পড়ুন: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে অভিষেকপত্নী রুজিরা]

অন্যদিকে, নদিয়ার হরিণঘাটার ফকিরতলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী হরি সাহার বাড়িতেও হানা দেয় ইডি। জানা গিয়েছে, তাঁর কাপড়ের ব্যবসাও রয়েছে। একটি গম মিলও রয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে ওই ব্যবসায়ীর কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। চালকল এবং ব্যবসায়ীর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, গত সপ্তাহ থেকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তেড়েফুঁড়ে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে ইডি। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিবিআই।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: বৃষ্টিতে ভিজবে মহালয়া? জেনে নিন কী বলছে হাওয়া অফিস]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement