Advertisement
Advertisement

Breaking News

Bolpur

টানা ১৪ ঘণ্টা ধরে তল্লাশি, রাতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে বেরল ইডি

সকাল ৮টা ৪০ নাগাদ বোলপুরের নিচুপট্টিতে মন্ত্রীর বাড়িতে যান ইডি ৮ আধিকারিক, সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী।

ED leaves WB Minister Chandranath Sinha's house at Bolpur after 14 hours
Published by: Sucheta Sengupta
  • Posted:March 22, 2024 11:00 pm
  • Updated:March 22, 2024 11:34 pm  

দেব গোস্বামী, বোলপুর: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ১৪ ঘণ্টা ধরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের (Bolpur) বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন রাত ১০টা ৪০ নাগাদ তাঁর বাড়ি থেকে বেরন ইডি (ED) আধিকারিকরা। এতক্ষণ ধরে তাঁরা মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসবাদ করেছেন, একাধিক নথিপত্র পরীক্ষা করে কিছু কিছু বাজেয়াপ্তও করেছেন বলে খবর। সূত্রের খবর, মন্ত্রীকে একদিন ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হতে পারে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) নাম পেয়েই তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারীদের। এ নিয়ে মন্ত্রীর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ”আমাকে যা যা জিজ্ঞাসা করা হয়েছে, আমি সেসবের উত্তর দিয়েছি।”

১৪ ঘণ্টা তল্লাশি শেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়ি থেকে বেরচ্ছে ইডি। নিজস্ব চিত্র।

লোকসভা ভোটের আগে ফের রাজ্যজুড়ে সক্রিয়তা বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। তারই অঙ্গ হিসেবে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়  (Teacher Recruitment Scam) সোজা বীরভূমে, অনুব্রত গড়ে হানা দিল ইডি। রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়িতে সকাল ৮টা ৪০ নাগাদ পৌঁছে যান ইডির ৮ থেকে ১০ জনের আধিকারিকদল। সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। সেসময় মন্ত্রী এই বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন মুরারইয়ে, গ্রামের বাড়িতে। ইডি হানার খবর পেয়ে দুপুর প্রায় ২টো নাগাদ বোলপুর এসে পৌঁছন। তা নিয়েও প্রশ্ন তুলেছে ইডি। মুরারই থেকে বোলপুর আসতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগার কথা। কিন্তু মন্ত্রী প্রায় ৫ঘণ্টা পর এলেন কেন?

Advertisement

[আরও পড়ুন: শিক্ষায় ধর্মীয় বিভেদ কেন, উত্তরপ্রদেশের মাদ্রাসা আইন নিয়ে বড় রায় হাই কোর্টের]

ইডি সূত্র অনুযায়ী, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে ইডির হাতে ধৃত তৃণমূল প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকেই বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার নাম জানতে পারেন তদন্তকারীরা। কুন্তলের কাছ থেকে ১০০ জনের নাম লেখা তালিকায় ছিল তাঁর নামও। তালিকায় থাকা এই ১০০ জন শিক্ষক নিয়োগের নামে আর্থিক দুর্নীতিতে জড়িত বলে কুন্তল ইডির কাছে বয়ান দেয়। তার ভিত্তিতেই শুক্রবার অনুব্রত ঘনিষ্ঠ বিধায়কের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, তাঁর ছেলে ও স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদিন। বাজেয়াপ্ত হয়েছে জমির দলিল ও বেশ কিছু নথিপত্র। সেগুলি কীসের, তা খতিয়ে দেখবে ইডি। 

[আরও পড়ুন: মোদির ‘ছোট ভাই’ হতে নারাজ নবীন, ওড়িশায় ভেস্তে গেল বিজেপি-বিজেডি জোট

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে আরও খবর, প্রথমদিকে তদন্তে সহযোগিতা করছিলেন না মন্ত্রী। তাতেই সন্দেহ বাড়ছিল। ইডির তরফে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানোর কথাও বলেন আধিকারিকরা। তবে রাত পৌনে ১০টা নাগাদ তাঁর বাড়ি থেকে ইডি চলে যাওয়ার পর চন্দ্রনাথ সিনহা জানান, তাঁকে যা যা জিজ্ঞাসা করা হয়েছে, তার সব উত্তর দিয়েছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement