সংবাদ প্রতিদিন ডিজিটাস ডেস্ক: পঞ্চাশ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান। এনিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। বিক্ষোভের আগুনে টগবগ করে ফুটছে দ্বীপের নোনা জল! ‘অত্যাচারী’ শাহজাহানের সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে লাঠি-ঝাাঁটা হাতে মহিলাদের প্রতিবাদে অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে শুক্রবার আদালতে চাঞ্চল্যকর দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী। ‘বেপাত্তা’ তূণমূল নেতার জামিনের বিরোধিতাায় ইডি-র কৌঁসুলি তাঁরই হলফনামা দেখিয়ে প্রশ্ন তুলেন, শাহজাহান কি হিন্দু? ধর্ম বদলে দেখানো হয়েছে কেন?
এদিন আদালতে আগাম জামিনের আবেদন পেশ করেন শাহজাহান। আর তা নিয়েই শুরু হয় তরজা। ‘পলাতক’ তৃণমূল নেতার কৌঁসুলি সওয়াল করেন, ‘শাহজাহান পালাচ্ছেন না। তাঁর নিরাপত্তা নিশ্চিত করলেই তিনি তলবে সাড়া দেবেন।’ পালটা, প্রভাবশালী তত্ত্ব টেনে যুক্তিবর্ষণ করেন ইডির আইনজীবী। তাঁর দাবি, শাহজাহান প্রভাবশালী। ইডি অভিযানের দিন তাঁর ডাকেই মাত্র ১৫ মিনিটে হাজির হয়েছিল কম করেও ৩ হাজার মানুষ। তার পরই ‘বাঘবন্দি’র খেলায় আরও এক মোক্ষম হাতিয়ার প্রয়োগ করেন তিনি। শাহজাহানেরই দাখিল করা দুটি হলফনামা পেশ করেন আদালতে। জানা গিয়েছে, ওই নথিগুলোতে নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়েছেন সন্দেশখালির দাপুটে তূণমূল (TMC) নেতা। সইও রয়েছে ওই নামের পাশে। ইডি আইনজীবীর ইঙ্গিত, ধর্ম বদলের এহেন কাজের নেপথ্যে কোনও অভিসন্ধি থাকতে পারে। যদি তা না হয়, তাহলে কি নথির সই শাহজাহানের নয়, কেই বা তাহলে দস্তখত করেছেন?
উল্লেখ্য, প্রায় ৫০ দিন ধরে ‘ফেরার’ শেখ শাহজাহান। বার বার নোটিস পাঠালেও ইডি দপ্তরে হাজিরা দেননি তিনি। আড়ালে থেকেই একাধিক আদালতে আগাম জামিনের আবেদন করেছেন সন্দেশখালির (Sandeshkhali) ‘বেতাজ বাদশা’। এদিন আগাম জামিনের আবেদনের মামলায় শাহজাহানকে ‘ক্ষমতাবান’, ‘ব্লু আইড বয়’, ‘টক অব দ্য টাউন’ বলে উল্লেখ করেন ইডির আইনজীবী। তার পরই প্রভাবশালী তকমায় খারিজ হয়ে যায় শাহজাহানের আগাম জামিনের আর্জি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.