সঞ্জীব মণ্ডল ও ব্রতীন দাস, শিলিগুড়ি: ফের বোমাতঙ্ক মিরিকে। মঙ্গলবার সকালে একটি কৌটোকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে মিরিক বাজারে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। শিলিগুড়িতে বম্ব স্কোয়াডকে খবর পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কৌটোতে সম্ভবত আইইডি রাখা আছে।
[বনধ অগ্রাহ্য করেই মিরিকের রাস্তায় সাধারণ মানুষ]
সোমবার মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের হুঁশিয়ারি অগ্রাহ্য করে বনধ ভাঙতে মিরিকে পথে নামেন সাধারণ মানুষ। তৃণমূল পরিচালিত মিরিক পুরসভার প্রধান লালবাহাদুর রাইয়ের নেতৃত্বে মিরিক বাজারে শান্তি মিছিলও হয়। মিছিলে অংশ নেন প্রায় হাজার পাঁচেক মানুষ। মঙ্গলবার সকালে মিরিকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। খোলা ছিল দোকান-পাটও। সকাল এগারোটা নাগাদ মিরিক বাজারে তৃণমূল পার্টি অফিস লাগোয়া মাঠে একটি কৌটো থেকে তার বেরিয়ে থাকতে দেখতে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়। খবর পাঠানো হয় শিলিগুড়ির বম্ব স্কোয়াডে। পুলিশের অনুমান, ফের নতুন করে মিরিকে আতঙ্ক তৈরি করার জন্য কৌটোয় ভরে আইইডি রাখা হয়েছে। তৃণমূলের পার্টি অফিসটি উড়িয়ে দেওয়ার ছকও থাকতে পারে।
[নবান্নে শান্তি বৈঠক, মিরিক পুরসভার সামনে আইইডি উদ্ধার]
পাহাড়ে বনধ প্রত্যাহার করা নিয়ে মোর্চার গুরুংপন্থী ও তামাংপন্থী নেতাদের সংঘাত চরমে উঠেছে। মঙ্গলবার সকালে বনধ প্রত্যাহারের দাবিতে কার্শিয়াংয়ে মিছিল করেন বিনয় তামাং, অনীত থাপারা। সেই মিছিলকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে গত মঙ্গলবার মিরিক পুরসভার সামনে থেকে আইইডি উদ্ধার করেছিল পুলিশ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল মিরিক পুরসভা। বস্তুত, আইইডি উদ্ধারের কিছুক্ষণ আগেই মিরিক পুরসভার সামনে মোর্চার একটি মিছিল গিয়েছিল। তারপর মিছিল করেছিল জিএনএলএফও। তাই আইইডি বিস্ফোরণ ঘটলে ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। লেবং থেকেও উদ্ধার হয়েছে বিস্ফোরক।
[গুরুংদের ‘দুর্নীতির হাঁড়ি’ হাটে ভাঙার হুঁশিয়ারি বিনয় তামাংয়ের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.