Advertisement
Advertisement

Breaking News

জেলাশাসক

পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ, ভোটের পরই অপসারিত বাঁকুড়ার জেলাশাসক

বাঁকুড়ার নতুন জেলাশাসক মুক্তা আর্য৷

EC removes Uma Shankar from the post of Bankura District Magistrate
Published by: Sayani Sen
  • Posted:May 13, 2019 9:17 am
  • Updated:May 13, 2019 9:17 am  

টিটুন মল্লিক, বাঁকুড়া: ভোট মিটতেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল বাঁকুড়ার জেলাশাসক উমাশংকর এস-কে। তাঁর জায়গায় নতুন জেলাশাসক হিসেবে এলেন মুক্তা আর্য। রবিবার রাতে নির্বাচন কমিশনের তরফে জরুরি ভিত্তিতে এই নির্দেশ জারি করা হয়। সূত্রের খবর, কয়েকদিন আগে এই জেলায় ভোটপ্রচার করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সেই জনসভার জন্য মাঠ নিয়ে জটিলতা তৈরি হয়। এছাড়াও ভোটের দিন তিনি এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করেছেন বলেই অভিযোগ৷ গেরুয়া শিবিরের অভিযোগের ভিত্তিতেই ডিএম উমাশংকর এসকে সরিয়ে দিল নির্বাচন কমিশন৷ 

[ আরও পড়ুন: অভিষেকের রবিবাসরীয় প্রচারে তনুশ্রী-হিরণ, সেলেবদের দেখতে ভিড় জনতার]

বিজেপির তরফে প্রধানমন্ত্রীর সভার জন্য প্রথমে বাঁকুড়ার করগাহিড়ের মাঠ ঠিক করা হয়। প্রথমে ওই মাঠে সভা করার জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চায় বিজেপি। কিন্তু সেই সভার অনুমোদন মেলেনি৷ পরে বাঁকুড়া শহর থেকে সাত কিলোমিটার দূরে কমলাডাঙা গ্রামের কাছে বিশ্ববিদ্যালয় লাগোয়া মাঠে মোদির সভার অনুমতি দেওয়া হয়। তাঁর সভার অনুমতি দেওয়াকে কেন্দ্র করে ওই জেলাশাসক পক্ষপাতদুষ্ট আচরণ করেন বলে অভিযোগ তুলেছিল বিজেপি। এই অভিযোগের মাঝেই রবিবার দেশের ৫৯টি আসনে লোকসভা ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হয়। তার মধ্যে ছিল বাঁকুড়াও৷ ভোটের দিন জেলার বিভিন্ন প্রান্তে অশান্তির খবর মেলে। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। শালতোড়ায় একটি বুথে ইভিএম ভেঙে দেয় দুষ্কৃতীরা। এইসব ঘটনার জেরেই জেলাশাসকের অপসারণ বলে মনে করা হচ্ছে। রবিবারই নির্দেশ পেয়েই বাংলো ছেড়ে যান তিনি। যোগাযোগের চেষ্টা করা হলে, ফোন ধরেননি উমাশংকর। তাঁর জায়গায় নতুন জেলাশাসক হিসেবে নিয়োগ করা হল মুক্তা আর্যকে। 

Advertisement

[ আরও পড়ুন: ভোট বৈতরণী পেরোতে জনসংযোগই হাতিয়ার অর্জুনপুত্র পবনের]

প্রসঙ্গত, ভোটের মরশুমে পশ্চিমবঙ্গে ১৩ জন পুলিশ আধিকারিককে দায়িত্ব থেকে অপসারিত করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ কর্তাও রয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও জেলাশাসককে অপসারণ করা হয়নি। এই প্রথমবার ভোট চলাকালীন নির্বাচন কমিশনের নির্দেশে কোনও জেলাশাসক অপসারিত হলেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement