দু’দিকের ইঞ্জিনের পরের কামরা দু’টিতে সাতটি করে মোট ১৪টি আসন এবার থেকে প্রবীণদের জন্য সংরক্ষিত করতে চলেছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷
স্টাফ রিপোর্টার: শিয়ালদহ ডিভিশনে আগেই চালু হয়েছিল৷ এবার পূর্বরেলের হাওড়া ডিভিশনেও লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকদের জন্য আসন সংরক্ষণ চালু করা হচ্ছে৷ হাওড়া ডিভিশনের প্রতিটি লোকাল ট্রেনের দু’দিকের ইঞ্জিনের পরের কামরা দু’টিতে সাতটি করে মোট ১৪টি আসন এবার থেকে প্রবীণদের জন্য সংরক্ষিত করতে চলেছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷ হাওড়া ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার চিঠি দিয়ে লোকাল ট্রেনে প্রবীণদের আসন সংরক্ষণের বিষয়টি জানিয়েছেন প্রাক্তন সিপিএম সাংসদ সাইদুল হককে৷ প্রাক্তন সিপিএম সাংসদ দাবি করেছেন, রেল কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কথাও হয়েছে৷ খুব শীঘ্রই প্রবীণদের জন্য লোকাল ট্রেনে আসন সংরক্ষণ চালু হবে বলে তিনি জানিয়েছেন৷
হাওড়া ডিভিশনের মধ্যে পড়ে বর্ধমান-হাওড়া মেন ও কর্ড লাইন৷ হাওড়া-কাটোয়া রেলপথ৷ প্রচুর লোক ট্রেন চলে এই শাখাগুলিতে৷ বিশেষ করে বর্ধমান-হাওড়া রেলপথে যাত্রী সংখ্যা প্রচুর৷ তার মধে বহু প্রবীণ নাগরিকও থাকেন৷ কিন্তু ভিড়ের জন্য অনেক সময় সিট না পেয়ে সমস্যায় পড়তে হয় তাঁদের৷ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন থেকে চার ঘণ্টার রেলপথে ভ্রমণ করা প্রবীণদের পক্ষে খুবই কষ্টকর৷ বিভিন্ন সংগঠনের তরফে দীর্ঘদিন ধরে লোকাল ট্রেনে প্রবীণদের জন্য আসন সংরক্ষণের দাবি করা হচ্ছিল৷ প্রতিটি কামরাতেই যাতে প্রবীণ নাগরিকদের জন্য আসন সংরক্ষিত থাকে তারও দাবি জানানো হয় পূর্ব রেল কর্তৃপক্ষের কাছে৷ প্রাক্তন সিপিএম সাংসদও রেলকর্তৃপক্ষের কাছে চিঠি দেন৷ শিয়ালদহ ডিভিশনের প্রবীণদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা থাকলেও তা নেই হাওড়া ডিভিশনে৷ তাই শিয়ালদহের মতো হাওড়া ডিভিশনেও তা চালুর দাবি করা হয়৷ রেল এবার তা কার্যকর করতে চলেছে বলে খুশি প্রাক্তন সাংসদ৷ খুশি প্রবীণ নাগরিকরাও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.