Advertisement
Advertisement

Breaking News

একাধিক রেল স্টেশনে বসছে চলমান সিঁড়ি ও লিফট

স্টাফ রিপোর্টার: প্রবীণ ও অসুস্থ যাত্রীদের সুবিধার জন্য এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে বসতে চলেছে লিফট ও চলমান সিঁড়ি৷ যার মধ্যে উল্লেখযোগ্য দমদম, দুর্গাপুর বর্ধমান ও আসানসোল৷ হাওড়া, শিয়ালদহের চলমান সিঁড়ি ও লিফটে আনা হবে আধুনিক পরিকাঠামো৷ চলতি আর্থিক বছরের মধ্যে এই স্বাচ্ছন্দ্যের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ঘনশ্যাম সিং৷ আসানসোল, ধানবাদ […]

Eastern Railway has planned to install escalators and lifts in some stations
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2016 10:03 am
  • Updated:August 28, 2016 10:03 am  

স্টাফ রিপোর্টার: প্রবীণ ও অসুস্থ যাত্রীদের সুবিধার জন্য এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে বসতে চলেছে লিফট ও চলমান সিঁড়ি৷ যার মধ্যে উল্লেখযোগ্য দমদম, দুর্গাপুর বর্ধমান ও আসানসোল৷ হাওড়া, শিয়ালদহের চলমান সিঁড়ি ও লিফটে আনা হবে আধুনিক পরিকাঠামো৷ চলতি আর্থিক বছরের মধ্যে এই স্বাচ্ছন্দ্যের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ঘনশ্যাম সিং৷ আসানসোল, ধানবাদ পর্যন্ত যাত্রী পরিষেবা খতিয়ে দেখতে গিয়ে বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ যাত্রীদের অসুবিধার বিষয়টি উপলব্ধি করেন জেনারেল ম্যানেজার৷ এ ব্যাপারে আবেদনও পান তাঁদের থেকে৷ এরপর তড়িঘড়ি নির্দেশ দেন এই সমস্যা সমাধানে৷ এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার যে ফুট ওভারব্রিজ তাতে চড়াই দায় বয়স্ক ও অসুস্থ যাত্রীদের৷ এবার সেখানেই থাকবে চলমান সিঁড়ি৷ পাশাপাশি প্রতীক্ষালয় থেকে স্টেশন বিল্ডিং-এ ওঠার সুবিধা করে দিয়ে চালু হবে লিফট৷

জেনারেল ম্যানেজার ঘনশ্যাম সিং জানিয়েছেন, দূষণ এড়াতে এই সব স্টেশনের উপর বসানো হচ্ছে সোলার প্লাণ্ট৷ এই উদ্দেশ্যেই পূর্ব রেল ইতিমধ্যে ৬০০টি কোচে বায়োটয়লেট লাগিয়েছে৷ আগামী আরও কয়েক মাসের মধ্যে আরও ৫০০টি কোচে এই বায়োটয়লেট লাগাবে পূর্ব রেল৷ প্রতি বছরের মতো লিলুয়া ওয়ার্কশপে যে কোচগুলি পরীক্ষার জন্য যাচ্ছে, তাতেই লাগানো হচ্ছে বায়োটয়লেট৷ যাত্রী পরিষেবার মান আরও ভাল করতেই নেওয়া হচ্ছে এই পদক্ষেপ৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement