Advertisement
Advertisement

রেলের গাফিলতিতেই প্রাণহানি! ওভারব্রিজ কাণ্ডে ক্ষোভে ফুঁসছে বারুইপুর

উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন রেলের৷

Eastern Railway established a committee on Baruipur Overbridge Incident
Published by: Sayani Sen
  • Posted:September 29, 2018 10:53 am
  • Updated:September 29, 2018 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাটের পর আবারও ব্রিজ বিপর্যয়৷ বারুইপুর স্টেশনের ফুট ওভারব্রিজ ভেঙে পড়ার ঘটনায় নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে জনমানসে৷ এই ঘটনায় জিআরপিতে মামলা রুজু করেছেন মৃতার ছেলে৷ রেলের তরফে গোটা ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে৷

[ফের সেতু দুর্ঘটনা, বারুইপুরে রেল ওভারব্রিজের চাঙড় ভেঙে মৃত্যু মহিলার]

প্রায় তিন দশকের পুরনো এই রেল ওভারব্রিজ৷ শুক্রবার সন্ধ্যায় মেয়ের সঙ্গে পুজোর বাজার করতে যাচ্ছিলেন মদারাটের নায়েবের মোড়ের বাসিন্দা অসীমা প্রামাণিক৷ আচমকাই ওভারব্রিজের চাঙড় খসে পড়ে৷ গুরুতর জখম হন অসীমা প্রামাণিক ও ছবি নস্কর নামে দুই মহিলা৷ অসীমা প্রামাণিকের মেয়ে জানান, তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু মাথায় গভীর চোট পাওয়ায় অসীমা প্রামাণিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ছবির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ এখনও ওই হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর৷

Advertisement

[খোলা স্থানে মলত্যাগ রুখতে ভোররাতে পুলিশ সেজে গ্রামে হানা বিডিও’র]

স্থানীয়দের দাবি, মাত্র সপ্তাহখানেক আগেই ওই ফুট ওভারব্রিজটি সংস্কার করা হয়৷ কিন্তু অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহারের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে৷ কাজেও কিছু গাফিলতি থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই৷ এদিকে, দুর্ঘটনার পরই স্টেশন মাস্টারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও হকাররা৷ মৃতার পরিবারকে ক্ষতিপূরণ ছাড়াও রেলে চাকরির দাবি জানান বিক্ষোভকারীরা৷ পরিস্থিতি সামাল দিতে প্রায় সঙ্গে সঙ্গেই এই ফুট ওভারব্রিজ সংস্কারের দায়িত্বে থাকা দুজন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়৷ ওভারব্রিজের স্বাস্থ্য পরীক্ষা নির্দেশ দিয়েছে রেল৷ কেমন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে৷ বারুইপুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে শনিবার পূর্ব রেলের সমস্ত ফুট ওভারব্রিজের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ৷

[হিমালয়ের কালো ভালুকের পিত্ত পাচারচক্রের পর্দাফাঁস বনদপ্তরের]

আপাতত এই ওভারব্রিজটি দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে৷ ব্রিজ বিপর্যয়ের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা৷ তাঁদেরও অসীমা প্রামাণিকের মতো অবস্থা হবে না তো, এই ভাবনায় রাতের ঘুম ছুটেছে যাত্রীদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement