সৌরভ মাজি, বর্ধমান: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে প্রাণহানির জের। পূর্ব রেলের প্রত্যেক স্টেশন এবং প্ল্যাটফর্মে থাকা মোট ৬০টি জলের ট্যাঙ্ক ভাঙার সিদ্ধান্ত। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই পূর্ব রেলের এই সিদ্ধান্ত। পানীয় জলের সরবরাহ অব্যাহত রাখতে নতুন করে স্টেশন চত্বরের বাইরে অন্যত্র জলাধার তৈরি করা হবে বলেই জানানো হয়েছে।
পূর্ব রেলের হাওড়া, আসানসোল, মালদহ-সহ ৪টি ডিভিশনের প্ল্যাটফর্মে থাকা মোট ১২টি পুরনো জলাধারকে চিহ্নিত করা হয়েছে। সেগুলি ভেঙে ফেলা হবে। এছাড়া শিয়ালদহ স্টেশন চত্বরে থাকা ৭টি, আসানসোলের ২৩টি, হাওড়ার ১৪টি এবং মালদহের ৪টি ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে। ডেডলাইন আগামী এক বছর।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “পূর্ব রেলের অধীনে বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে থাকা পুরনো জলাধারগুলি ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আশা করা হচ্ছে আগামী এক বছরের মধ্যে স্টেশন চত্বরে থাকা জলাধারগুলিও ভেঙে ফেলার কাজ শেষ হবে।” এই কাজ চলাকালীন যাত্রী পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে পূর্ব রেলের তরফে নজর রাখা হবে বলেও জানান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.