ছবি: ফাইল
সুব্রত বিশ্বাস: আজ থেকে আগামী তিনদিনের জন্য বন্ধ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যান্ডেল (Bandel) স্টেশন। হুগলি থেকে পার্শ্ববর্তী একাধিক জেলায় যাতায়াতের জন্য এই স্টেশনই সর্বাধিক ব্যবহার করে থাকেন নিত্যযাত্রীরা। কিন্তু রেলের কাজের জন্য ৩০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল। ব্যান্ডেল-চুঁচুড়া, ব্যান্ডেল-ত্রিবেণী, ব্যান্ডেল-খন্যানের মধ্যে বন্ধ থাকবে ট্রেন চলাচল। তার জেরে রোজকার যাতায়াতে বড়সড় সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। তবে তার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে পূর্ব রেলের তরফে। পূর্ব রেল (Eastern Railway) সূত্রে খবর –
ইন্টারলকিংয়ের কাজ চলার জন্য শুক্রবার বিকাল তিনটে থেকে ৩০ মে সোমবার বিকেল তিনটে – অর্থাত্ ৭২ ঘণ্টা ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম এবং মগরা স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে দু’দিন ব্যান্ডেল স্টেশন (Bandel Station) সম্পূর্ণ বন্ধ থাকবে বলে একসপ্তাহ আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল রেল বোর্ড। সেইমতো বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে নিত্যযাত্রীদের ভোগান্তি কমাতে। ৩০ তারিখের মধ্যে এই কাজ শেষ হবে। ওইদিন রেলওয়ে সেফটি কমিশনার কাজ খতিয়ে দেখবেন। তারপর ৩১ তারিখ থেকে ফের স্বাভাবিক হবে ব্যান্ডেল থেকে রেল পরিষেবা।
অন্যদিকে, পুরুলিয়ার আদ্রা (Adra) ডিভিশন আগামী চারদিন ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। জানা গিয়েছে, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন মিলিয়ে মোট ২০ টি ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ৩১ তারিখ পর্যন্ত অনিয়মিত থাকবে ট্রেন চলাচল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.