Advertisement
Advertisement

পরপর ছ’বার মাধ্যমিকে রাজ্যে সেরা পূর্ব মেদিনীপুর

শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের উন্নয়নের ফল, বলছে শিক্ষকমহল৷

East Midnapore tops Madhyamik chart for 6 consecutive terms
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2018 4:46 pm
  • Updated:June 6, 2018 4:46 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: প্রতিবারের মতো এবারেও মাধ্যমিকের ফলাফলে কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। আর জেলাগুলির মধ্যে সার্বিকভাবে পূর্ব মেদিনীপুরের স্কুলগুলির ফলাফল সবচেয়ে ভাল। পাসের হারে এবারেও এগিয়ে পূর্ব মেদিনীপুর। এবার মাধ্যমিকে পূর্ব মেদিনীপুরের সাফল্যের হার শতকরা ৯৬.১৩ শতাংশ। এই নিয়ে মোট ছ’বার মাধ্যমিকের ফলাফলে রাজ্যের শীর্ষে পৌঁছল এই জেলা।

[বাগনানে তৃণমূল নেতা খুনে রাতভর পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮]

Advertisement

এই জেলা থেকে এবার মাধ্যমিকে বসেছিল ৬৩ হাজার ৪৪৫ জন পরীক্ষার্থী। এদিন কাঁথির সাংসদ শিশির অধিকারী জেলায় মাধ্যমিকের কৃতীদের অভিনন্দন জানিয়ে বলেন, “অবিভক্ত মেদিনীপুর বিদ্যাসাগরের জেলা। শিক্ষার জনক বিদ্যাসাগরের সেই ধারাকে বজায় রেখেই বারবার শীর্ষে পৌঁছে সারা দেশের মধ্যে নজির গড়েছে পূর্ব মেদিনীপুর। এর জন্য সব শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিনন্দন জানাই।” সেইসঙ্গে এদিন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ও রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীও জেলায় মাধ্যমিকের কৃতী পরীক্ষার্থীদের সবাইকে তাঁদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। কিন্তু প্রশ্ন উঠছে, এই সাফল্যের রহস্য কোথায়? জেলার শিক্ষামহলের মতে, এবছরও মাধ্যমিকে বসার নিরিখে ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যাই বেশি ছিল। এর কারণ হল জেলায় জেলায় রাজ্য সরকারের কন্যাশ্রীর চোখ ধাঁধানো সাফল্য। জেলায় স্কুল ছুটদেরও এই কন্যাশ্রী স্কুলমুখী করেছে। এই কারণেই প্রতিবছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে। গত দু’বছরে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ছাত্রী সংখ্যা বাড়ায় এই জেলায় নাবালিকা বিয়ে বন্ধের ঘটনা প্রায় নেই বললেই চলে। মেয়েরা যত মাধ্যমিক পরীক্ষায় এই জেলা থেকে বসছে ততই পূর্ব মেদিনীপুরের সাফল্য ঊর্ধ্বমুখী বলে মনে করছে শিক্ষক মহল।

[রোজা ভেঙে রক্তদান, বনগাঁয় মানবিকতার নজির মুসলিম যুবকদের]

সেইসঙ্গে রাজ্য সরকারের তরফে মিড-ডে মিল, স্কুল ব্যাগ, সবুজ সাথী প্রকল্পের সাইকেল অভাবী পড়ুয়াদের পড়াশোনায় আরও উৎসাহ জুগিয়েছে। এবারের মেধাতালিকায় পূর্ব মেদিনীপুর থেকে দশম স্থানে রয়েছে তিন জন। তমলুকের হ্যামিলটন হাইস্কুলের ছাত্র অগ্নিভ সিনহা (৬৮০), পটাশপুরের বাগমারি নারী কল্যাণ শিক্ষা সদনের ছাত্রী দেবন্যা প্রধান ও পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ইন্দ্রজিৎ মিশ্র। তিন জনেরই প্রাপ্ত নম্বর (৬৮০)। পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষক সংগঠনের সভাপতি জয়ন্ত দাস জানান, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গড়ার পরেই শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এই ফলাফল তারই প্রতিফলন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement