Advertisement
Advertisement

Breaking News

প্রেমিকাকে পুজোয় দামী শাড়ি উপহার স্বামীর, অভিমানে আত্মঘাতী স্ত্রী

পরকীয়ার নির্মম পরিণতি!

East Burdwan:  Woman commits suicide for husband's extra marital relationship
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 13, 2018 7:57 pm
  • Updated:October 13, 2018 7:57 pm  

সৌরভ মাজি, বর্ধমান: পুজোয় তিনি শাড়ি পাননি। অথচ বিবাহিতা প্রেমিকাকে দামী শাড়ি দিয়েছেন স্বামী। অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। তৃতীয়াতেই বিসর্জনের সুর পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে।

[ গুলিবিদ্ধ শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী, তদন্তে পুলিশ]

Advertisement

স্ত্রী-সন্তান নিয়ে ভরা সংসার। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির কামারকিতা গ্রামের বাসিন্দা উত্তম মাঝি, পেশায় দিনমজুর। কিন্তু, গ্রামেরই এক বিবাহিতা মহিলার সঙ্গে উত্তম বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ। গ্রামবাসীরা জানিয়েছেন, আড়াই বছর ধরে ওই মহিলার সঙ্গে প্রেম করছেন উত্তম। স্বামীর বিবাহ-বর্হিভূত সম্পর্কে নিয়ে আপত্তি করেছিলেন উত্তম মাঝিরক স্ত্রীর জ্যোৎস্না। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে হামেশাই অশান্তিও হত। পরিবারের লোকেদের দাবি, পুজোর প্রেমিকা ৫ হাজার টাকার একটিও শাড়ি কিনে দিয়েছেন উত্তম। অথচ স্ত্রীকে একটি সাধারণ শাড়িও কিনে দেননি। স্বামীর আচরণে প্রচণ্ড মানসিক আঘাত পান উত্তমের স্ত্রী জ্যোৎস্না। বৃহস্পতিবার রাতে দু’জনের তুমুল অশান্তি হয়। এরপরই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন জ্যোৎস্না। তড়িঘড়ি তাঁকে ভরতি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু, শেষরক্ষা হয়নি। শুক্রবার গভীর রাতে হাসপাতালে মারা যান জ্যোৎস্না মাঝি। ঘটনায় শোকের ছায়া পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির কামারকিতা গ্রামে।

মৃতার ছেলে হেমন্ত মাঝির সাফ কথা, “বাবার জন্যই পুজোর আগে মাকে হারালাম আমরা। মাকে দিনের পর দিন বঞ্চিত করেছেন। গ্রামের ওই বিবাহিত মহিলাকে ৫ হাজার টাকা দামের শাড়ি কিনে দিয়েছিল বাবা। কিন্তু মাকে এটা আটপৌরে শাড়িও কিনে দেয়নি।” এই ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে অস্বাভাবিক মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

ছবি: মুকুলেসুর রহমান

[ পুজোয় নাশকতার ছক! হুগলিতে উদ্ধার প্রচুর পরিমাণের অস্ত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement