Advertisement
Advertisement

ফিক্সড ডিপোজিটের জাল শংসাপত্র! রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পুলিশের দ্বারস্থ গ্রাহকরা৷

East Burdhwan: Customers lodge complain against bank for cheating
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 19, 2018 1:42 pm
  • Updated:August 19, 2018 1:42 pm  

সৌরভ মাজি, বর্ধমান: ফিক্সড ডিপোজিট করেছেন। কিন্তু, শংসাপত্রটি জাল! ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। পূর্ব বর্ধমানের মেমারি ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি-র সামনে দফায় দফায় বিক্ষোভ দেখালেন গ্রাহক৷ এদিকে যিনি ওই ডিএসপিটি চালান, তিনি সোমবার থেকে আসছেন না বলে অভিযোগ৷ মেমারি থানায় অভিযোগও দায়ের করেছেন গ্রাহক৷

[কেরলে হড়পা বানের কবলে বাঙালি, তলিয়ে গেলেন নদিয়ার যুবক]

Advertisement

এ রাজ্যের বহু এলাকায় এখনও ব্যাংকের কোনও শাখা নেই৷ কিন্তু ব্যাংকের শাখা নেই বলে গ্রাহকও থাকবে না, এমনটা তো নয়৷ তাই রাজ্যের বহু জায়গায় কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি চালু করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি৷ সাধারণভাবে এলাকারই কোনও ব্যক্তিকে চুক্তি ভিত্তিতে এই ডিএসপি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়৷ পূর্ব বর্ধমানের মেমারি আমাদপুরে ডিএসপিতে আর্থিক লেনদেন প্রতারণার অভিযোগ তুলেছেন গ্রাহক৷ প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখালেন তাঁর৷ অভিযোগ দায়ের করা হয়েছে থানায়৷ গ্রাহকদের অভিযোগ, ওই ডিএসপির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছিলেন৷ কিন্তু, যে শংসাপত্রটি দেওয়া হয়েছে, সেটি জাল৷ এমনকী, মাসিক কিস্তিতে জমানো টাকাও ডিএসপি থেকে তুলতে পারছেন না অনেকেই৷ 

জানা গিয়েছে, ওই ডিএসপির কর্ণধার দেবী ঢালি নামে এক ব্যক্তি৷ যদিও তিনি নিজে ডিএসপিটি পরিচালনা করেন না৷ দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করেন মেমারির মহেশক্যাম্পের বাসিন্দা সুবীর কীর্তনিয়া৷ গ্রাহকরা জানিয়েছেন, মেমারিতে দেবী ঢালির তত্ত্বাবধানে আরও একটি ডিএসি চালু ছিল৷ সেটি চালাতেন তাঁর দাদা গোকুল ঢালি৷ গ্রাহকদের প্রায় ২১ লক্ষ হাতিয়ে নেওয়ার অভিযোগে গোকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এরপর থেকে আচমকাই আমাদপুরের ডিএসপিতে আসা বন্ধ করে দেন সুবীর কীর্তনিয়া৷ আর তাতেই সন্দেহ হয় গ্রাহকদের৷ তাঁদের দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় যোগাযোগ করে সমস্যার সমাধান হয়নি ঠিকই৷ তবে প্রতারণার বিষয়টি জানা গিয়েছে৷ ঘটনায় অভিযুক্ত সুবীর কীর্তনিয়ার বিরুদ্ধে মেমারি থানায় অভিযোগ দায়ের করেছেন মেমারির আমাদপুরের ডিএসপির গ্রাহক৷ শনিবার দফায় দফায় ডিএসপির সামনে বিক্ষোভও দেখান তাঁরা৷

[ সকালে রেইকি, বিকেলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পুলিশকর্মীর বাড়িতেই ডাকাতি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement