সৌরভ মাজি, বর্ধমান: ভরসন্ধেবেলা প্রকাশ্য রাস্তায় এলোপাথারি গুলি। খুন হলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আরও এক তৃণমূলকর্মীর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার হরিশংকর বাজার এলাকায়। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে খুনের ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। বসেছে পুলিশ পিকেট। কালনা থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকেরা।
[ছবি তুলতে গিয়ে পর্যটক-সুরক্ষাকর্মীদের হাতাহাতি, বিশ্বভারতীতে ধুন্ধুমার কাণ্ড]
মৃত ব্যক্তির নাম সুকুর আলি শেখ। তৃণমূল পরিচালিত কালনার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় পঞ্চায়েতের কাজ সেরে অনুগামীদের নিয়ে উতরা গ্রামের বাড়িতে ফিরছিলেন সুকুর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় হরিশংকর বাজার এলাকায় পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীদের পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। ঘিরে ধরে তাঁদের উপর বাঁশ দিয়ে হামলা চালানো হয়। হামলাকারীদের একজন আচমকাই গুলি চালিয়ে দেয়। পঞ্চায়েত প্রধান সুকুর আলির বুকে গুলি লাগে। গুলিবিদ্ধ হন তাঁর সঙ্গী তৃণমূল কর্মী বাপন শেখও। তাঁর বুকে ও পেটে গুলি লাগে। এরপরই চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ সুকুর আলি ও বাপন শেখকে প্রথমে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে। বাপনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সুকুর আলিকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়। কিন্তু কলকাতা নিয়ে আসার পথেই মারা যান ওই পঞ্চায়েত প্রধানও। ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। বসানো হয়েছে পুলিশ পিকেট।
[তিস্তা-তোর্সা এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় লুটপাট, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা]
কিন্তু, প্রকাশ্য রাস্তায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে কারা গুলি চালাল? স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে শাসকদলের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। সম্ভবত সেকারণেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের হামলা চালানো হয়েছে। কালনার থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত পঞ্চায়েত প্রধানের পরিবারের লোকেরা। এই ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু বলেন, ‘প্রধান গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। খোঁজ নিচ্ছি।’
ছবি: মোহন সাহা
[হরিদয়ালের ‘অ্যান্টি চেম্বারই’ ছিল প্রশ্ন ফাঁসের ‘কন্ট্রোল রুম’!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.