Advertisement
Advertisement

ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম, আতঙ্কে পর্যটকরা

এখনও অবধি ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Earthquake measuring 4.6 on Ritcher Scale hits Sikkim
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 27, 2017 3:59 am
  • Updated:December 26, 2019 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত। এবার ঘটনাস্থল সিকিম। সোমবার ভোররাত ৩টে ১২ মিনিটে পূর্ব সিকিমে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬। মাঝারি মানের হলেও কম্পন অনুভূত হয় শিলিগুড়িতেও।

[গিলগিট-বাল্টিস্তান ভারতেরই অঙ্গ, মোদির দাবিতে সিলমোহর ব্রিটিশ পার্লামেন্টের]

জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১১ কিলোমিটার দূরে। তবে এখনও অবধি ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কারণে রীতিমতো আতঙ্কিত পর্যটকরা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন বাঙালি পর্যটকও রয়েছে। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলাকারী দলকেও।

Advertisement

[অন্যের এই জিনিসগুলি ব্যবহার তো করছেন! কতটা ক্ষতি হচ্ছে জানেন?]

এর আগে গত শনিবার সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্য। এমনকী সেটি অনুভূত হয়েছিল মায়ানমারেও। রিখটার স্কেলে সেদিনের ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.০। উৎস ছিল ভারত-মায়ানমার সীমান্তের একটি জায়গা। বিশেষজ্ঞদের মতে, উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য- আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মণিপুর মিলিয়ে যে অঞ্চলটি রয়েছে, সেটি বিশ্বের ষষ্ঠ ভূমিকম্পপ্রবণ এলাকা।

[বিতর্কসভা নিয়ে আপত্তি, কলেজে হামলার অভিযোগ ABVP-র বিরুদ্ধে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement