Advertisement
Advertisement

Breaking News

ভূমিকম্পের আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে প্রাণ হারালেন শিলিগুড়ির যুবক

এলাকায় শোকের ছায়া৷

Earthquake leaves youth dead in Siliguri
Published by: Sulaya Singha
  • Posted:September 12, 2018 1:09 pm
  • Updated:September 12, 2018 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা-সহ গোটা রাজ্য৷ উত্তরবঙ্গেও কম্পন অনূভূত হয়৷ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন বহু মানুষ৷ আর ভূমিকম্পের ভয়ই কেড়ে নিল শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দার প্রাণ৷

[এক মাসে তিনবার! এবার ভারতের ৪ কিলোমিটার অন্দরে ঢুকল লালফৌজ]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সম্রাট দাস৷ বয়স ২২ বছর৷ বাড়ি শিলিগুড়ি ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর বউবাজার এলাকায়৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক এদিন সকালে কম্পন অনুভব করেন৷ সে সময় বাকিদের মতো তিনিও বাড়ির বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন৷ কিন্তু সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়েই ঘটে দুর্ঘটনা৷ তিনতলা থেকে সিঁড়ি দিয়ে নামার সময় বারান্দায় পিছলে পড়ে গিয়ে জ্ঞান হারান তিনি৷ এরপরে তাঁকে সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ হাসপাতাল সূত্রে খবর, আতঙ্কের কারণেই হয়তো মৃত্যু হয়েছে তাঁর৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ ভূমিকম্পের আতঙ্ক থেকে প্রাণ বাঁচাতে গিয়ে দুর্ঘটনাতেই মৃত্যু হল যুবকের৷ ঘটনায় শোকাহত তাঁর পরিবার এবং এলাকাবাসীরা৷

Advertisement

[ফের হিন্দুত্বের তাস কংগ্রেসের, ক্ষমতায় এলে ‘রাম-পথ’ তৈরির প্রতিশ্রুতি]

এদিন সকাল ১০টা ২২ নাগাদ জোড়া ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে৷ রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫৷ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ডুয়ার্স, দার্জিলিং, শিলিগুড়ি, রায়গঞ্জ, ইসলামপুর, বালুরঘাট, মালদহে ভূমিকম্প হয়৷ পাশাপাশি মুর্শিদাবাদেও কম্পন অনুভূত হয়৷ প্রায় তিন সেকেন্ড কম্পন স্থায়ী ছিল বলে খবর। তবে শুধুই রাজ্য নয়, বিহার, অসম, ত্রিপুরাতেও একইভাবে কম্পন অনুভূত হয়েছে৷ অসমের কোকড়াঝাড় এলাকা ভূমিকম্পের উৎপত্তিস্থল বলেই জানা গিয়েছে৷ ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩ কিলোমিটার নিচে কম্পনের কেন্দ্র বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement