ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে কেঁপে উঠল কলকাতা৷ আজ বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ কলকাতা ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়৷ হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষজন কম্পন অনুভব করেন৷ অনেকে আতঙ্কে বেরিয়ে আসেন রাস্তায়৷ এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ উলুবেড়িয়ার বিভিন্ন স্থানে মৃদু কম্পন টের পান অনেকে৷ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল কম্পন৷ একবার আফটারশকও অনুভব করেছেন কেউ কেউ৷
এদিন কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩ দশমিক ৬৷ উৎসস্থল হাওড়া৷ যার জেরে শনিবার বিকেলে কম্পন অনুভূত হয় পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল লাগোয়া এলাকায়৷ কেঁপে ওঠে বেলদা, ঘাটাল, খড়গপুর অঞ্চল৷ তবে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে৷
এর আগে ২০১৫ সালে ভূমিকম্পের সাক্ষী থেকেছে কলকাতা৷ তবে সেবার কম্পন আরও বেশিক্ষণ স্থায়ী ছিল৷ ক্ষয়ক্ষতিও হয়েছিল ভালই৷ এবারও বহুতলগুলি কিছুটা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.