Advertisement
Advertisement
ভূমিকম্প

সপ্তাহান্তে কেঁপে উঠল কলকাতা, মৃদু কম্পন সংলগ্ন জেলাগুলিতে

ভূমিকম্পের উৎসস্থল হাওড়া জেলা৷

Earthquake hits in West Bengal at satuday afternoon

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:August 3, 2019 4:49 pm
  • Updated:August 3, 2019 6:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে কেঁপে উঠল কলকাতা৷ আজ বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ কলকাতা ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়৷ হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষজন কম্পন অনুভব করেন৷ অনেকে আতঙ্কে বেরিয়ে আসেন রাস্তায়৷ এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ উলুবেড়িয়ার বিভিন্ন স্থানে মৃদু কম্পন টের পান অনেকে৷ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল কম্পন৷ একবার আফটারশকও অনুভব করেছেন কেউ কেউ৷ 

[আরও পড়ুন: কুকুরের ভয়, বেড়াতে এসে আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ খুদের]

এদিন কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩ দশমিক ৬৷  উৎসস্থল হাওড়া৷ যার জেরে শনিবার বিকেলে কম্পন অনুভূত হয় পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল  লাগোয়া এলাকায়৷ কেঁপে ওঠে বেলদা, ঘাটাল, খড়গপুর অঞ্চল৷ তবে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে৷ 

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বার্তাতেও কাজ হচ্ছে না, গাছ কেটে কাঠগড়ায় তৃণমূল নেত্রী]

এর আগে ২০১৫ সালে ভূমিকম্পের সাক্ষী থেকেছে কলকাতা৷ তবে সেবার কম্পন আরও বেশিক্ষণ স্থায়ী ছিল৷ ক্ষয়ক্ষতিও হয়েছিল ভালই৷ এবারও বহুতলগুলি কিছুটা ক্ষতির মুখে  পড়ার আশঙ্কা করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement