Advertisement
Advertisement

Breaking News

DYFI

মীনাক্ষীর নেতৃত্বে DYFI-এর উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস

গ্রেপ্তার মীনাক্ষী-সহ একাধিক সদস্য, টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ।

DYFI protest gets viloent, police uses lathi charge and tear gas | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 13, 2023 4:03 pm
  • Updated:April 13, 2023 6:33 pm  

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: বকেয়া ডিএ (DA)আদায়, নিয়োগ দুর্নীতি, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ-সহ একাধিক দাবিতে উত্তরকন্যা অভিযানে নেমেছিল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI)। আর বৃহস্পতিবার শিলিগুড়িতে তাদের সেই মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই সদস্যদের ধুন্ধুমার সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল শিলিগুড়ির (Siliguri) তিনবাত্তি মোড়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর সময় পুলিশ ডিওয়াইএফআই সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয় বলে অভিযোগ। পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ বাম যুব সংগঠন। মীনাক্ষীর দাবি, পুলিশ অত্যন্ত অন্যায় করছে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির এমজি রোড থেকে শুরু হয় ডিওয়াইএফআই-এর মিছিল। নেতৃত্বে সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minkashi Mukherjee)। তাদের কর্মসূচি ছিল উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যায় গিয়ে স্মারকলিপি দেওয়া। মিছিলকারীদের হাতে ছিল সংগঠনের পতাকা, ব্যানার নিয়ে মিছিলে শামিল হন বহু সদস্য। ব্যানারে লেখা নিজেদের দাবি। মিছিল তিনবাত্তি মোড় পর্যন্ত এগোলে পুলিশ তাঁদের সেখানে আটকায়। সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা গড়ায় সংঘর্ষে। পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তরকন্যার (Uttarkanya) দিকে এগোতে চান ডিওয়াইএফআই সদস্যরা।

[আরও পড়ুন: ধর্মীয় অনুষ্ঠানে মাইক বাজানো নিয়ে মতবিরোধ, SDPO-কে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের]

পুলিশের বাধার মুখে পড়ে মীনাক্ষী-সহ অন্যান্য সদস্যরা রাস্তায় বসে প্রতিবাদ শুরু করেন। সেখানেও পুলিশের সঙ্গে যথেষ্ট বচসা হয় মীনাক্ষীর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মীনাক্ষী বলেন, ”পুলিশ অত্যন্ত অন্যায় করছে আটকে। আমরা তো ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলাম। মিছিলে কোনও অশান্তি হয়নি। পুলিশ এভাবে আটকাল কেন?”

[আরও পড়ুন: পাকিস্তানে ফের হিন্দু নির্যাতন, অফিস থেকে অপহৃত সংবাদমাধ্যমের কর্তা]

ডিওয়াইএফআইয়ের অন্যান্য সদস্যরা পুলিশের বাধা পেরিয়ে এগোতে চাইলে লাঠিচার্জ করা হয় পুলিশের তরফে। চলে কাঁদানে গ্যাস, জলকামানও। রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশ মীনাক্ষী-সহ একাধিক সদস্যকে গ্রেপ্তার করে। অভিযোগ, পুলিশ টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে এনজেপি থানায় নিয়ে যায় তাঁদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement