Advertisement
Advertisement

ইতিহাস গড়ে ডিওয়াইএফআইয়ের প্রথম মহিলা প্রেসিডেন্ট মীনাক্ষী

নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পশ্চিম বর্ধমানের তরুণী৷

DYFI gets its first woman secretary
Published by: Kumaresh Halder
  • Posted:September 30, 2018 9:31 pm
  • Updated:September 30, 2018 9:49 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: সাংগঠনিক স্তরে বড় বদল ঘটিয়ে ইতিহাস গড়ল ডিওয়াইএফআই৷ এই প্রথম সিপিএমের যুব সংগঠনে শীর্ষপদে বসলেন বাম যুব নেত্রী৷ রবিবার ডিওয়াইএফআইয়ের নতুন রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন সায়নদীপ মিত্র৷ নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পশ্চিম বর্ধমানের মীনাক্ষী মুখোপাধ্যায়৷

[ইসলামপুর কাণ্ডে মৃতের পরিবারকে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিজেপি]

ডিওয়াইএফআইয়ের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বলে দলীয় সূত্রে খবর৷ বিজ্ঞানের ছাত্রী মীনাক্ষী জেলায় স্থানীয় একটি কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেন৷ সম্পাদক নির্বাচনের পাশাপাশি ৯৩ জনের রাজ্য কমিটিতে গুরুত্ব পেয়েছে নতুন মুখ৷ এতদিন শুধুমাত্র এই সংগঠনেরই সম্পাদক ছিলেন সায়নদীপ মিত্র।  ডানকুনিতে তিনদিনের রাজ্য সম্মেলনের শেষে রবিবার নতুন কমিটি গঠন হল। নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী গঠিত হল ২৩ জনকে নিয়ে৷ এদিন  রাজ্য সভানেত্রী পদে মীনাক্ষী মুখোপাধ্যায়, রাজ্য সম্পাদক পদে সায়নদীপ মিত্র ও কোষাধ্যক্ষ পদে অভিজিৎ অধিকারী নির্বাচিত হয়েছেন বলে জানা গিয়েছে। নতুন রাজ্য কমিটির দ্বিতীয় সভা থেকে যুবশক্তি পত্রিকার সম্পাদক নির্বাচিত হবেন। ১৯৬৮ সালে ডিওয়াইএফআই তৈরি হয় রাজ্যে। প্রথম রাজ্য সম্পাদক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রেসিডেন্ট ছিলেন দীনেশ মজুমদার৷ সিপিএম সূত্রে খবর, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মীনাক্ষীকে পার্টির সর্বক্ষণের কর্মী হিসাবে গ্রহণের পরিকল্পনা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী বয়স ৪০ হওয়াতে জামির মোল্লাকে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে হল৷

Advertisement

[চলন্ত ট্রেনের গেটে দাঁড়িয়ে মোবাইলে কথা, আচমকা পড়ে মৃত্যু যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement