Advertisement
Advertisement
Duttapukur

দত্তপুকুর বিস্ফোরণে নিখোঁজ পাঁচ বছরের শিশু, কান্নায় ভেঙে পড়েছে পরিবার

প্রশাসনের কাছে সহযোগিতার আরজি পরিবারের।

Duttapukur Blast A 5 year old baby boy missing from duttapukur | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 28, 2023 3:59 pm
  • Updated:August 28, 2023 3:59 pm  

অর্ণব দাস, বারাসত: দত্তপুকুরের বিস্ফোরণ মুহূর্তে পালটে দিয়েছে বহু মানুষের ভবিষ্যৎ। বিস্ফোরণস্থল জুড়ে যেন এখনও শুধুই হাহাকার এবং আর্তনাদ। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে হতাহতদের সন্ধান। বিস্ফোরণের পর থেকেই বেপাত্তা সাড়ে পাঁচ বছরের এক খুদে। তন্নতন্ন করে খুঁজেও কোনও লাভ হয়নি। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

সূত্রের খবর, যে বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার একেবারে লাগোয়া বাড়িটিই ইমাম হোসেনের। বিস্ফোরণের পর থেকেই বেপাত্তা তাঁর শিশু সন্তান। রবিবার তন্নতন্ন করে তাঁকে খোঁজা হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শিশুর পিসি মিনায়ারা বিবি বলেন, “বিস্ফোরণের পর থেকেই কোনও খোঁজ পাচ্ছি না ভাইপোর। এখানে এসেও ওর সন্ধান পাওয়া যায়নি। আমরা খুব চিন্তায় রয়েছি। কোনও বিপদ হল না তো ভাইপার? হাসপাতালে গিয়ে দেখব ওখানে ভাইপোকে নিয়ে যাওয়া হয়েছে কি না।”

Advertisement

[আরও পড়ুন: তিন মারাত্মক রাসায়নিকে ঠাসা দত্তপুকুরের বাজি কারখানা! হদিশ পেয়ে স্তম্ভিত তদন্তকারীরা]

প্রসঙ্গত, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের মানুষেরা এদিক-ওদিক ছিটকে পড়ে। কারও দেহ ছিটকে যায় কয়েক কিলোমিটার দূরে। বহু মানুষ নিখোঁজ। শনাক্ত করা যায়নি। এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বেআইনি বাজি কারখানা বন্ধের জন্য প্রশাসনের কাছে দরবার করেছিলেন তাঁরা। কিন্তু তারপরও কোনও লাভ হয়নি। ফলস্বরূপ এই ঘটনা বলেই মনে করছেন স্থানীয় লোকজন।

[আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণ: বাড়ছে মৃতের সংখ্যা, পুকুরে মিলল মুন্ডুহীন দেহ, প্রাণ গেল অভিযুক্ত সামসুল আলিরও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement