Advertisement
Advertisement

Breaking News

পথ দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুতে ধুন্ধুমার দুর্গাপুরে, ঘাতক ট্রাক্টরে আগুন

গ্রেপ্তার চালক, খালাসি পলাতক।

Durgapur simmers after truck crushes boy to deat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 15, 2018 3:32 pm
  • Updated:February 15, 2018 3:32 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রায়গঞ্জের পর এবার দুর্গাপুর। পথ দুর্ঘটনার এক স্কুল ছাত্রের মৃত্যুতে ধুন্ধুমার ইস্পাতনগরীতে। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের স্টিল টাউনশিপে বালিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘাতক ট্রাক্টরের চালককে বেধড়ক মারধর করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় ট্রাক্টরটিতেও। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। খালাসি পলাতক।

[পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র রায়গঞ্জ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি]

Advertisement

মৃত ছাত্রের নাম রোহিত নায়েক। বাড়ি দুর্গাপুরেরই ধোবিঘাট এলাকায়। স্টিল টাউনশিপে একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল রোহিত। রোজকার মতো বৃহস্পতিবার বাড়ি থেকে সাইকেলে চেপে স্কুলে যাচ্ছিল সে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা বারোটা নাগাদ স্কুলের সামনে রোহিতকে ধাক্কা মারে একটি বালিবোঝাই ট্রাক্টর। ঘটনাস্থলেই মারা যায় সে। অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। ট্রাক্টরের চালককে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় বেধড়ক মারধর। ট্রাক্টরেও আগুন লাগিয়ে দেন ক্ষুদ্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ট্রাক্টরের চালককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ট্রাক্টরের খালাসি পলাতক।

[ট্রলিব্যাগে যুবতীর দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ]

দিন কয়েক আগে পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। গত শুক্রবার শিলিগুড়ি মোড়ে কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দশম শ্রেণির ছাত্র প্রতীক চট্টোপাধ্যায় পিষে দিয়েছিল এক লরি। প্রতিবাদে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে ক্ষিপ্ত জনতা। ট্রাফিক আউটপোস্ট ও ঘাতক লরিতে চলে তুমুল ভাঙচুর। ইটের আঘাতে জখম হন রায়গঞ্জ থানার আইসি।

ছবি: উদয়ন গুহরায়

[পুলিশ দাদাদের সাহায্যেই বিয়ের পিঁড়িতে দুই সিভিক ভলানটিয়ার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement