Advertisement
Advertisement

পারিবারিক অনুষ্ঠানেও রক্তদানের আগ্রহ বাড়ছে দুর্গাপুরে

বিয়ে, অন্নপ্রশাসন, ্এমনকী, শ্রাদ্ধানুষ্ঠানেও স্বেচ্ছায় রক্তদান দান করছেন অনেকেই৷

Durgapur is increasing the interest of blood donation
Published by: Kumaresh Halder
  • Posted:August 4, 2018 5:31 pm
  • Updated:August 4, 2018 5:31 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর:  বিরহ কিংবা আনন্দেও রক্ত দান৷ পারিবারিক অনুষ্ঠানে রক্তদানে আগ্রহ বাড়ছে দুর্গাপুরে৷ শিল্পশহরে সান্ধ্যকালীন রক্তদান শিবির আয়োজনের চল তো ছিলই৷ আর এখন বিয়ে অন্নপ্রশাসন, ্এমনকী, শ্রাদ্ধানুষ্ঠানেও স্বেচ্ছায় রক্তদান করছেন অনেকেই৷

চিকিৎসাবিজ্ঞানে উন্নতির কারণে মানুষের গড় আয়ু বেড়েছে৷ কৃত্রিম হৃদযন্ত্র, যকৃতের নিয়ে দিব্যি বেঁচে আছেন অনেকেই৷ কিন্তু, কৃত্রিমভাবে তো আর রক্ত তৈরি করা সম্ভব নয়!  এদিকে আবার অপারেশন সময় রক্তের যেমন প্রয়োজন পড়ে, তেমনি গুরুতর অসুস্থ রোগীদেরও রক্ত দিতে হয়৷  সেক্ষেত্রে ভরসা রক্তদাতারাই৷ কিন্তু, এই রক্তদান করা বিভ্রান্তিও তো কম নেই৷ শরীরে কোনও রোগ নেই৷ স্রেফ ভুল ধারনার বশবর্তী হয়ে রক্ত দিতে আগ্রহ দেখান না অনেকেই৷ সচেতনতা বাড়াতে শহরের বিভিন্ন আবাসন, বাড়ি ও কারখানায়ও রক্তদান শিবিরে আয়োজন করছে দুর্গাপুর সাব ডিভিশনাল ভল্যান্টেয়ারি ব্লাড ডোনার্স ফোরাম৷ গত তিন মাস ধরে আবার পারিবারিক অনুষ্ঠানেও রক্তদান শিবির আয়োজনে উৎসাহ দিচ্ছেন ফোরামের সদস্যরা৷ ফলও মিলেছে হাতেনাতে৷

Advertisement

[রাজদরবারের জমির দলিলেই নাগরিকত্ব! ব্যাপারটা কী?]

এখন বিয়ে, বৌভাত, বিবাহ বার্ষিকী, জন্মদিন, এমনকী,  শ্রাদ্ধানুষ্ঠানেও  রক্ত দান শিবির হচ্ছে দুর্গাপুরে৷ দুর্গাপুর সাব ডিভিশনাল ভল্যান্টেয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যদের দাবি, গত তিন মাসে শিল্পশহরে তিনটি পারিবারিক অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল৷ দুটি  ছিল শ্রাদ্ধানুষ্ঠান আর একটি জন্মদিন৷ ওই তিন শিবির থেকে ৫১ ইউনিট রক্ত পাওয়া গিয়েছে৷ শুধু তাই নয়, ৬টি রক্তদান শিবির করে দুর্গাপুরের দুটি বেসরকারি হাসপাতালকে ২৭০ ইউনিট  সংগ্রহ করে দিয়েছেন ফোরামের সদস্যরা৷ দুর্গাপুর সাব ডিভিশন ভল্যান্টেয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ বলেন,  এখন পারিবারিক অনুষ্ঠানেও লোকে রক্ত দান করছে৷সুতরাং সচেতনতা শুধু নয়, শহরবাসীর দায়বদ্ধতা বেড়েছে৷

[নিজেকে মোর্চার প্রেসিডেন্ট বলে দাবি গুরুংয়ের, পাহাড়ে বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement