নিরুফা খাতুন: ক্রমশ ধেয়ে আসছে নিম্নচাপ। শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ সুন্দরবন উপকূলে ধেয়ে আসবে। একথা স্পষ্ট করেছে আবহাওয়া দপ্তর। পুজোর শেষ লগ্নে তাই দুর্যোগের প্রবল আশঙ্কা। দশমী থেকে দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পুজোর শেষ দিকে চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। অন্ধ্র-ওড়িশা উপকূলে এসে রিকার্ভ করবে গভীর নিম্নচাপ। উপকূল বরাবর এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। অভিমুখ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা। এর ফলে রাজ্যের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়া। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত দুর্যোগ বাড়তে পারে। দশমী ও একাদশী মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদল। সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
এদিকে, আরব সাগরের গভীর নিম্নচাপ সপ্তমীতে ঘূর্ণিঝড় ‘তেজ’ পরিণত হবে। দক্ষিণ পশ্চিম আরব সাগরে এই সিস্টেম নিম্নচাপে পরিণত হওয়ার পর শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ২১ অক্টোবর, শনিবার অতি গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে দক্ষিণ মধ্য আরব সাগরেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগুলোও পরে রবিবার আরো শক্তিশালী হয়ে দিক পরিবর্তন করবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাঁক নিয়ে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই শক্তিশালী ঘূর্ণিঝড় অগ্রসর হবে এবং আরব সাগর পেরিয়ে ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা। এর অভিমুখ রয়েছে ওমান ও ইয়েমেনের স্থলভাগ। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও ঝড়বৃষ্টির সম্ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.