সুবীর দাস, কল্যাণী: গত বছরের দুর্গাপুজোয় (Durga Puja) নজর কেড়েছিল মালয়েশিয়ার টুইন টাওয়ার। তা দেখতে গিয়ে অতিরিক্ত ভিড়ের চাপে দুর্ঘটনাও ঘটেছিল। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার সাবধানী কল্যাণীর লুমিনাস ক্লাব। এবার তারা নিয়ে যাচ্ছে চিনে। ৩১ তম বর্ষে দুর্গাপুজোয় (Durga Puja 2023) চমক চিনের ম্যাকাওয়ের গ্র্যান্ড হোটেল ক্যাসিনো লিসবোয়া। জোরকদমে চলছে তার প্রস্তুতি।
হাতে গোনা কয়েকটা দিন পরেই উৎসব মুখি হতে চলেছে গোটা বাংলা। জোরকদমে চলছে মণ্ডপ প্রস্তুতির কাজ। এবারে পুজো ঘিরে রয়েছে চমক। গোটা বাংলা উৎসব প্রিয় মানুষের নজর কাড়বে কল্যাণী (Kalyani) লুমিনাস ক্লাবের মণ্ডপ, এমনই দাবি ক্লাবের কর্ণধার অরূপ মুখোপাধ্যায়ের। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মণ্ডপ প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। আর মাত্র কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে মণ্ডপ। বৃষ্টি হলেও তার কোনও ক্ষতি হবে না। বললেন মণ্ডপ শিল্পী কৃষ্ণ বাড়ুই।
মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ, কাঠের বাটাম, প্লাইউড, কাঁচ, ফাইবার দিয়ে। মণ্ডপ নির্মাণের দায়িত্বে উইলিয়াম সরকার। এবারে সবচেয়ে বড় চমক প্রতিমাকে দেওয়া হবে ৫০ কেজি সোনার গহনা, যার স্পনসর করছে সেনকো জুয়েলারি। মাটির তৈরি প্রতিমা আসবে মেদিনীপুর থেকে। আর সেই প্রতিমা আরও সৌন্দর্য আনতে সাজানো হবে ৫০ কেজি সোনার গহনা দিয়ে।
এছাড়াও আলোক সজ্জায় থাকছে লেজার (Laser) ধামাকা। এই লেজার লাইট অপারেটিং করতে বেঙ্গালুরু থেকে বিশেষ অপারেটার। যা বিশেষ নজর করবে দর্শনার্থীদের। পাশাপাশি, আরও বিভিন্ন চমক থাকছে এবারের কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো ঘিরে। মহালয়ার পরে এক দু-দিনের মধ্যে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ভারচুয়াল আকারে এই মণ্ডপের শুভ উদ্বোধন করবেন। আর তার পর সাধারণের জন্য মন্ডপের দ্বার খুলে দেওয়া হবে বলে জানা যায়।
এবারে পুজোয় দর্শনার্থীদের ভিড় দ্বিগুণ বাড়বে,তবে পুজো দেখতে এসে দর্শনার্থীরা কোনও রকম সমস্যায় পড়বে না বললেন আয়োজকরা। গত বছর উপচে পড়া দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছিল প্রশাসনকে। দুর্ঘটনারও সাক্ষী ছিল কল্যাণী। ভুল থেকেই শিক্ষা নেওয়া হবে বলে জানালেন উদ্যোক্তারা। এবছর তাই আগেভাগে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক ছাড়াও মন্ডপের প্রবেশ এবং এক্সিডেন্ট দাঁড় করা হয়েছে চওড়া নেই কোন সিঁড়ি। দশরথীদের সুষ্ঠুভাবে প্রতিমা এবং মন্ডব দেখার উদ্দেশ্যে আরো বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন উদ্যোক্তারা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.