Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2023

Durga Puja 2023: শর্টসার্কিট নাকি লাগানো হয়েছে আগুন? মণ্ডপ পুড়ে যাওয়ার ঘটনায় বনগাঁয় জোর চাঞ্চল্য

একাদশীর সকালে অঘটন।

Durga Puja 2023: Fire broke out in a Durga Puja pandal in Bongaon । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 25, 2023 6:52 pm
  • Updated:October 25, 2023 6:52 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: দশমীর পরদিন অঘটন। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মণ্ডপের একাংশ। বনগাঁর মুড়িঘাটা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির মণ্ডপে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। কীভাবে আগুন লাগল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

পুজো উদ্যোক্তারা জানান, অন্যান্য দিনের মতো দশমীর রাতে দুজন পাহারাদার ছিলেন মণ্ডপে। একাদশীর সকালে তাঁরা বাড়ি চলে যান। পরে দেখা যায় মণ্ডপের কিছুটা অংশে আগুন জ্বলে গিয়েছে। খবর পাওয়ামাত্র পুজো উদ্যোক্তারা দৌড়ে যান। তাঁরা দেখেন মণ্ডপের একাংশে আগুন লেগে গিয়েছে। গ্রামবাসী এবং উদ্যোক্তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে মণ্ডপে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল দুই কামরা, ভাইরাল ভিডিও]

স্থানীয় পঞ্চায়েত সদস্য ঝন্টু সর্দার বলেন, “আমি পুজো কমিটির সদস্যদের কাছ থেকে খবর পাই মণ্ডপে আগুন লেগে গিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি মণ্ডপের কিছুটা অংশ আগুনে পুড়ে গিয়েছে। গ্রামবাসী ও পুজো উদ্যোক্তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কীভাবে আগুন লেগেছে তা এখনও অবধি আমরা জানতে পারিনি।” শর্টসার্কিট থেকে বিপদ নাকি ইচ্ছাকৃতভাবে কেউ মণ্ডপে আগুন লাগাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: প্রেমিক বিবাহিত, জানতে পারার পরই ভাইরাল গোপন ছবি! অপমানে আত্মঘাতী উচ্চমাধ্যমিকের ছাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement