Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2023

‘অস্কারে হালদার পাড়া’! বাংলার পুজোর থিমে RRR-এর ‘নাটু নাটু’ গান

কোন জেলায় হচ্ছে এই পুজো?

Durga Puja 2023: Bengal Puja theme on RRR film's Natu Natu Song | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 15, 2023 3:51 pm
  • Updated:October 15, 2023 3:51 pm  

সুরজিৎ দেব: বিগ বাজেটের পুজো (Durga Puja 2023) মানেই মণ্ডপে মণ্ডপে থিমযুদ্ধ। শিল্পীর কল্পনা আর হাতের ছোঁয়া, এই দুয়ের মিশেলে উঠে আসছে একের পর এক বাস্তব চিত্র। পিছিয়ে নেই দক্ষিণ ২৪ পরগনার বজবজের হালদারপাড়া সর্বজনীন পুজো কমিটিও। এবার তাদের থিম ইউক্রেনের প্রেসিডেন্টের সরকারি বাসভবন। সম্প্রতি অস্কার পুরস্কারপ্রাপ্ত ‘আর আর আর’ ছবিতে ‘নাটু নাটু’ গানের শুটিং লোকেশন হিসেবে যে জায়গাটি দেখা গিয়েছিল।

বজবজ হালদার পাড়া সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো কমিটির এবার ৭৮ তম বর্ষে পড়ল। তাঁদের ভাবনায় এবার ‘অস্কারে হালদার পাড়া’। এস এস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’ (RRR) ছবির গান ‘নাটু নাটু’ (Natu Natu) ‘সেরা মৌলিক গান’ বিভাগে অস্কার জিতেছে। ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের পর দেশে অস্কার নিয়ে এসেছে এই গান। তেলুগু এই গানের তালে তালে পা মিলিয়েছেন দেশবাসী তো বটেই, বরং বিশ্ববাসীও। গানটি শুট করা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সরকারি বাসভবনের সামনে। সেই গানকে সম্মান জানিয়েই এই পুজো কমিটি তুলে ধরতে চেয়েছে সেই দুর্ধর্ষ লোকেশনকে। প্রতিমা প্রদীপ রুদ্র পালের।

Advertisement

[আরও পড়ুন: মুখোশের দেদার বরাত, উমার আগমনে চড়িদায় বিপুল লক্ষ্মীলাভ]

কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ দাস বলেন, “RRR চলচ্চিত্রে ‘নাটু নাটু’ গানটি অস্কার পুরস্কার পাওয়ায় ভারতবাসী হিসেবে আমরা সকলেই গর্বিত। তাই তার সম্মাননা প্রদর্শনে গানের শুটিং লোকেশন ইউক্রেনের রাষ্ট্রপতির বাসভবনকে আমাদের মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। পুজোমণ্ডপে বাজবে থিম সং ‘নাটু নাটু’ গানটি। অতএব পুজোর চারদিন আমাদের মন্ডপ যে জনস্রোতে ভাসবে সেই বিষয়ে আমরা নিশ্চিত।”

প্রায় সাড়ে তিন মাস ধরে মেদিনীপুরের ২০-২৫ জন মণ্ডপশিল্পী দিনরাত এক করে বাঁশ, প্লাই ও বাটাম দিয়ে তৈরি করে চলেছেন মন্ডপ। মন্ডপের ভেতরে থার্মোকলের শিল্পকর্ম সারছেন পুজো উদ্যোক্তারা। পরিকল্পনামাফিক মন্ডপসজ্জায় চূড়ান্ত রূপদানে শেষমুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে হালদার পাড়া সর্বজনীনে।

[আরও পড়ুন: মুখোশের দেদার বরাত, উমার আগমনে চড়িদায় বিপুল লক্ষ্মীলাভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement