Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2023

Durga Puja 2023: বাতাবি লেবু দিয়ে দুর্গা প্রতিমা! চমক কাকদ্বীপের বধূর

ব্রততীর হাতের জাদুতে মুগ্ধ তাঁর পরিবারের সকলেই।

Durga Puja 2023: Artist makes Durga idol out of lemon at Kakdweep । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 11, 2023 5:31 pm
  • Updated:October 11, 2023 6:35 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মাটি, খড় দিয়ে প্রতিমা তৈরি দেখতে অভ্যস্ত সকলেই। বাতাবি লেবু দিয়ে তৈরি দুর্গাপ্রতিমা দেখেছেন কখনও? পুজোর মুখে চমক সুন্দরবনের কাকদ্বীপ গোবিন্দরামপুর শিরিশমোড় এলাকার বধূর। হাতের জাদুতে এমনই ব্যতিক্রমী প্রতিমা তৈরি করলেন ব্রততী কামার বাগ।

Bratati

Advertisement

ছোট থেকে আঁকার প্রতি ঝোঁক। পড়াশোনার মাঝে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি রং, তুলি। কলেজের পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে উঠে পড়ে লাগেন ব্রততী। বিউটিশিয়ান কোর্স করেন। বাড়িতেই খোলেন বিউটি কর্ণার।

Bratati

[আরও পড়ুন: বাউল, বাঁশি ও বন্যপ্রাণের মাঝে পুজো কাটাবেন? পাড়ি দিন খয়রাবেড়ায়]

সংসার, বিউটি পার্লার চালানোর ফাঁকে এবার মন দিয়েছেন প্রতিমা তৈরিতে। বাতাবি লেবুর প্রতিমা তৈরিতে বাড়ির লোকজনের ১০০ শতাংশ সাহায্য পেয়েছেন। ব্রততীর হাতের জাদুতে মুগ্ধ তাঁর পরিবারের সকলেই।

Bratati

বাতাবি লেবুর তৈরি দুর্গাপ্রতিমা কতদিন ভালো থাকবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই বোধনের আগেই ব্রততীর হাতে তৈরি প্রতিমার আরাধনা হয়ে গিয়েছে। বাতাবি লেবু নষ্ট না হলে দুর্গাপুজোর সময়েও হবে পূজার্চনা।

[আরও পড়ুন: পদ্ম নয়, ১০৮টি অপরাজিতায় সন্ধিপুজো হয় উত্তর কলকাতার এই বনেদি বাড়িতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement