জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: মদন মিত্র (Madan Mitra) মানেই অন্য কিছু। এবারও তার অন্যথা হল না। রবিবার বনগাঁয় পুজো উদ্বোধনে গিয়ে ‘ও লাভলি’ গানে দর্শকদের মাতালেন বিধায়ক।
আজ মহাপঞ্চমী। দুর্গাপুজোর (Durga Puja 2021) প্রস্তুতি কার্যত শেষ। কলকাতার অধিকাংশ পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। তবে জেলার বহু পুজোর উদ্বোধন হবে আজ অর্থাৎ পঞ্চমীতে। রবিবার বনগাঁর শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধনে গিয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। চেনা মেজাজে দেখা গেল তাঁকে। ‘ও লাভলি’ই শুধু নয়, একাধিক গান শুনিয়ে দর্শকদের মাতিয়ে রাখলেন তিনি। গানে গানেই বিঁধলেন বিরোধীদের।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কুমড়ো বলে কটাক্ষ করলেন মদন মিত্র। সুর তুললেন, “কুমড়োগুলো ফুলো ফুলো/ অনেক দামে বিক্রি হল/ সঙ্গে ছিল ঢ্যারোসগুলো …..।” স্বমেজাজে তিনি আরও বলেন, “আমি বাংলার ক্রাশ হতে চাই না, বিজেপি যখন দাঙ্গা করবে তখন ত্রাস হতে।”
পুজো উদ্বোধনের পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মদন মিত্র। তিনি বলেন, “পুজোর উদ্যোক্তা ডাকু এবং জ্যোৎস্নার সঙ্গে আমার পুরনো সম্পর্ক। ডাকু এখন চেয়ারম্যান নেই তাই বলে তো সম্পর্ক হারিয়ে যেতে পারে না। ডাকুর আহ্বানে সাড়া দিয়ে আজকে এই পুজো উদ্বোধন করলাম।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.