Advertisement
Advertisement
BJP

শিলিগুড়ি বিজেপিতে পদত্যাগের হিড়িক, দলের পদ ছাড়লেন বিধায়ক দুর্গা মুর্মুও

পদ ছাড়লেও দলেই রয়েছেন সকলেই।

Durga Murmu resigns from his post | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 25, 2023 1:34 pm
  • Updated:August 25, 2023 1:34 pm  

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ি বিজেপিতে (BJP) বড়সড় ভাঙন। দলের পদ ছাড়লেন ৩০ নেতা। সেই তালিকায় শিলিগুড়ি বিজেপির জেলা সম্পাদক তথা বিজেপি বিধায়ক দুর্গা মুর্মুও। লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে শুরু করেছে সমস্ত দল। এই পরিস্থিতিতে দলে ভাঙন চিন্তা বাড়িয়েছে নেতৃত্বের।

শিলিগুড়িতে বিজেপির অন্তকর্লহ দীর্ঘদিনের। দুই বিধায়ক শংকর ঘোষ ও আনন্দ রায়বর্মণের গোষ্ঠীর মধ্যে চাপা দ্বন্দ্ব ছিলই। সম্প্রতি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দায়িত্ব পেয়েছেন অরুণ মণ্ডল। তিনি শংকর ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচিত। অভিযোগ, অরুণ দায়িত্ব পাওয়ার পরই অযোগ্যদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছেন। যার জেরে চরমে ওঠে কোন্দল। একে একে পদ ছাড়লেন দলের ৩০ নেতা। তবে পদ ছাড়লেও দল ছাড়ছেন না কেউই। এই পদত্যাগের হিড়িকে স্বাভাবিকভাবেই বেশ চিন্তায় বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, আগামী ২৮ আগস্ট শিলিগুড়ি যাবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কথা বলবেন, শিলিগুড়ি সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে।

Advertisement

[আরও পড়ুন: টানা বৃষ্টিতে মাটি ধসে বেঁকে গেল রেললাইন, বনগাঁ লাইনে ব্যাহত ট্রেন চলাচল]

আগামী বছর লোকসভা ভোট। নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রণকৌশল ঠিক করতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের অধিকাংশ আসন নিজেদের দখলে রেখেছিল বিজেপি। কিন্তু এবার ভোটের আগেই ভাঙন বিজেপিতে।

[আরও পড়ুন: রাখির বাজারে মোদিকে টেক্কা দিদির! ব্যাপারটা কী?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement