Advertisement
Advertisement

Breaking News

বাড়ির চিলেকোঠায় বালকের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য ছড়াল ডানকুনিতে

দুর্ঘটনা নাকি আত্মহত্যা?

Duncuni: a school student found hanging in home
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 3:05 pm
  • Updated:July 22, 2018 3:05 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: শান্ত স্বভাবের একটি ছেলে। পড়াশোনাতেও বেশ ভাল। দিন কয়েক আগে মা একটু বকাঝকা করেছিলেন। কিন্তু, তার আচরণে তেমন কোনও অস্বাভাবিকতা নজরে পড়েনি। অন্তত তেমনই দাবি পরিবারের লোকেদের। স্কুল থেকে ফেরার পর, সেই বালকের ঝুলন্ত দেহ পাওয়া গেল বাড়ির চিলেকোঠায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির ডানকুনিতে। কীভাবে মৃত্যু হল তার? তদন্তে পুলিশ। এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, খেলতে গিয়েই সম্ভবত গলা ফাঁস লেগে গিয়েছিল।

[ দার্জিলিংয়ে স্কুলের হস্টেলে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের]

Advertisement

হুগলির উত্তরপাড়ায় অমরেন্দ্র বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির ছাত্র শুভজিৎ জানা। তাঁর বাড়ি ডানকুনির রঘুনাথপুর মণ্ডলপাড়ায়। পাড়া-প্রতিবেশীরা জানিয়েছেন, অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে শুভজিৎ। পড়াশোনায়ও বেশ ভাল ছিল। দিনরাত ঠাকুর-দেবতা নিয়ে মেতে খাকত স্কুল পড়ুয়াটি। এমনকী, তাঁর স্কুলের ব্যাগেও সবসময়ই ঠাকুরের ছবি থাকত। দিন কয়েক আগে ছেলেকে একটু বকাঝকা করেছিলেন শুভজিতের মা। পরিবারের লোকের দাবি, বকা খেয়েও শুভজিতের আচরণে কোনও অস্বাভাবিকতা নজরে পড়েনি। রোজকার মতোই শনিবারও স্কুলে গিয়েছিল সে। বিকেলে স্কুল ফেরে ফিরে বাড়ি চিলকোঠায় চলে যায় শুভজিৎ। কিন্তু, সন্ধ্যা পর্যন্ত ছেলের আর কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় বাড়ির লোকেদের। চিলেকোঠায় উঠে তাঁরা দেখেন, চিলেকোঠায় ছাদের কাপড় লাগিয়ে একটি দোলনা তৈরি করা হয়েছে। আর সেই দোলনার কাপড়েই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে শুভজিৎও। তড়িঘড়ি তাঁকে নামিয়ে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু, চিকিৎসকরা ওই বালককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার শোকের ছায়া ডানকুনির রঘুনাথপুর মণ্ডলপাড়ায়। হতবাক শুভজিতের বাড়ির লোকেরাও।

কিন্তু, এটা কী নেহাতই দুর্ঘটনা নাকি মায়ের বকুনিতে আত্মহত্যা? ধন্দে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে শুভজিত আত্মহত্যা করেছে, একথা মানতে রাজি নন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, খেলতে গিয়ে কোনওভাবে গলা ফাঁস লেগে গিয়েছিল। আর তাতেই এই মর্মান্তিক পরিণতি।

[ রাস্তার ধারে পড়ে থাকা ব্যাগ খুলতেই বিস্ফোরণ, আহত ২ বালক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement