Advertisement
Advertisement

Breaking News

Kultali

মূক-বধির মহিলাকে ‘ধর্ষণ’, কুলতলিতে কাঠগড়ায় প্রতিবেশী

পুলিশ জানিয়েছে, ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Dumb and deaf lady allegedly physically harassed in Kultali

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:October 31, 2024 1:08 pm
  • Updated:October 31, 2024 1:08 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: রাজ্য়ে ফের ধর্ষণের অভিযোগ। এবার কুলতলিতে মূক ও বধির এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুলতলির বাসিন্দা বছর চল্লিশের ওই মহিলা দক্ষিণ ২৪ পরগনার মা-ভাইয়ের সঙ্গে থাকেন। তিনি মূক ও বধির। মাঝেমধ্যে তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন। এদিকে-ওদিকে ঘুরে বেড়াতেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হন তিনি। অভিযোগ, সেই সময় বছর আটান্নর এক প্রতিবেশী প্রৌঢ় তাঁকে রাস্তার ধারে ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ দিকে তিনি দীর্ঘক্ষণ না ফেরায় মহিলার মা ও ভাই খুঁজতে বের হন। খুঁজতে বেরিয়ে ওই ঝোপের ধারে গিয়ে প্রৌঢ়ের কুর্কীতির দেখতে পেয়ে যান তাঁরা।

Advertisement

তখনই আশেপাশের লোকজন ডেকে প্রৌঢ়কে ধরে ফেলেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement