Advertisement
Advertisement

অনাহারে মরণাপন্ন বৃদ্ধা, সাহায্যের প্রতিশ্রুতি বিডিও’র

দু’বেলা দু’মুঠো খাবার ও চিকিৎসার আরজি তাঁর৷

Due to starvation, old woman is dead, the promise of help BDO
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2018 9:02 pm
  • Updated:July 28, 2018 9:02 pm  

রাজা দাস, বালুরঘাট: স্বামী বছর কয়েক আগেই নিরুদ্দেশ হয়ে গিয়েছেন৷ বিয়ের পর তিন মেয়েও মুখ ফিরিয়েছে মায়ের দিক থেকে। অনাহারে থাকা সহায় সম্বলহীন মহিলা আজ মরণাপন্ন৷ বহু আবেদনের পরেও সাহায্যের হাত বাড়ায়নি গ্রাম পঞ্চায়েত৷ তপন থানার ৫ নম্বর দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের বেলতলি শিব মন্দির এলাকার ঘটনা৷

[অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, পণের দাবিতে খুনের অভিযোগ]

জানা গিয়েছে, অর্ধাহার অনাহারে থাকার কারণে বছর চল্লিশের দোরগোড়ায় থাকেন  বিচন মালো৷ অন্যের ভিটেতে চারপাশ বেড়া দিয়ে আশ্রয় নেওয়া শীর্ণকার মহিলার শরীরে বাসা বেঁধেছে অসুখ। খাবারের অভাব ও অসুস্থতায় মৃত্যুমুখে ধাবিত হতে চলেছেন তিনি। স্বামী মজনু মালো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিরুদ্দেশ দু’বছর আগে। তিন মেয়ে অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই মুখ ফিরিয়ে নিয়েছে৷ নিজের ভিটে মাটিহীন ওই মহিলা প্রথম অন্যের জমিতে কাজ করে দিনযাপন করলেও এখন একেবারে শয্যাশায়ী৷ ফলে, দুবেলা খাবার জোগাড় করাটাই দায় হয়ে পড়েছে৷ গ্রামের কেউ কেউ খাবার দিয়ে যান বটে, কিন্তু, তা অনিয়মিত৷

Advertisement

[ছাগল খেয়ে নেওয়ায় অজগর সাপকে পিটিয়ে মারার চেষ্টা গ্রামবাসীদের]

অসুস্থ বিচন মালো জানান, আধার কার্ড না থাকায় বিপিএল বা অন্ত্যদায় বা ওই ধরনের কার্ড নেই তাঁর৷ সাহায্যের জন্য দূরবর্তী ব্লক কার্যালয়ে যেতে না পারলেও স্থানীয় গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন সাহায্যের জন্য। কিন্তু কেউ তাঁর সাহায্যে এগিয়ে আসেনি৷ দু’বেলা দু’মুঠো খাবার ও চিকিৎসার আরজি তাঁর৷ গ্রামবাসী প্রকাশ গুপ্ত জানান, মাঝে মধ্যে মহিলাকে গ্রামের কেউ কেউ খেতে দেন বটে, কিন্তু নিয়মিত তা সম্ভব নয়। মহিলার সুরক্ষায় ব্লক বা জেলা প্রশাসনকে এগিয়ে আসার আবেদন তাদের৷ তপন ব্লকের বিডিও সিদ্ধার্থ সুব্বা বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি জেলার বাইরে আছেন এই মুহূর্তে৷ তপনে ফিরেই তিনি ওই মহিলার সবরকম সাহায্য করবেন বলে জানান৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement