রঞ্জন মহাপাত্র, কাঁথি: হাতে দু’দিনের ছুটি৷ আর ছুটি মানেই ভ্রমণপিপাসু বাঙালির ডেস্টিনেশন দিঘা৷ তাই প্রায় সারাবছরই ভিড়ে ঠাসা থাকে সৈকত৷ এখনও দিঘার ছবিটা একইরকম৷ বহু মানুষই ছুটির মজা নিতে ভিড় জমিয়েছেন সেখানে৷ কিন্তু ছুটির মজা বানচাল হতে পারে৷ সৌজন্যে ইন্দোনেশিয়ার ভূমিকম্প৷ কারণ তার জেরেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে৷ তাই দিঘায় পর্যটকদের নামার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জের৷ দিঘাতেও জারি হল সুনামির সতর্কতা। ইতিমধ্যেই মাইকে প্রচার শুরু করে দিয়েছে দিঘা থানার পুলিশ। সমুদ্রের পাড়ে মাইক হাতে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের প্রচার করতে শোনা গিয়েছে শুক্রবার সন্ধে থেকেই। অনেক রাত পর্যন্তও বারেবারে সতর্ক করে দেওয়া হয়েছে পর্যটক-সহ স্থানীয় বাসিন্দা ও হোটেল কর্তৃপক্ষদেরও। ভরা জোয়ারের সময় সমুদ্রে নামার ক্ষেত্রে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদেরও নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এই সময়ের মধ্যে কেউ যেন বিপদের ঝুঁকি নিয়ে অযথা সমুদ্রে না নামেন তার জন্য সতর্ক করা হয়েছে।
এই বিষয়ে দিঘা থানার ওসি বাসুকী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইন্দোনেশিয়ার ভূমিকম্পের পর দিঘাতেও সুনামি সতর্কবার্তা এসে পৌঁছেছে। কোনওরকম বিপদ আছড়ে পড়ার আগে তাই পর্যটক ও স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ যাতে এই সময় সমুদ্রের খুব ধারে না থাকেন, বা সমুদ্রে না নেমে পড়েন সে কারণেই নজরদারি জোরদার করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.