Advertisement
Advertisement
বঙ্গোপসাগরে নিম্নচাপ

ভাদ্রের শুরুতে বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় বঙ্গে

এই ২ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Due to depression in Bay of Bengal, moderate rain in South Bengal

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:August 19, 2020 10:24 am
  • Updated:August 19, 2020 10:28 am

নব্যেন্দু হাজরা: সদ্য ভাদ্রের শুরু। শ্রাবণ মাসের শেষে গাঙ্গেয় বঙ্গে বর্ষার ঘাটতিই দেখা যায় সাধারণত। তবে মৌসম ভবন বলছে অন্য কথা। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দুই বঙ্গে। নেপথ্যের কারণ, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলাগুলোতে বইবে ঝোড়ো হাওয়া। দীঘা, মন্দারমণি-সহ সমুদ্রসৈকতে জারি হয়েছে সর্তকতা। বুধবার এবং বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।

বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলিতে। আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই চার জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতির পূর্বাভাস রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: শান্তিনিকেতনে অশান্তি অব্যাহত, পাঁচিল ভাঙার বিরোধিতা করায় পদ্মশ্রী প্রাপকের আবক্ষ মূর্তিতে কালি]

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকছে। কয়েক পশলা হালকা মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২১.৫ মিমি।

[আরও পড়ুন: রাজ্য কর্মচারী ফেডারেশনের দায়িত্ব থেকে সরানো হল শুভেন্দুকে, ক্ষুব্ধ অনুগামীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement