Advertisement
Advertisement

Breaking News

নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরে ঝড়বৃষ্টির ভ্রুকুটি, মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ

সমুদ্রে নামার ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা৷

Due to depression in Bay Of Bengal high-tide-in-Digha
Published by: Sayani Sen
  • Posted:August 12, 2018 12:47 pm
  • Updated:August 12, 2018 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার বিকেল সাড়ে পাঁচটায় ভরা জোয়ার৷ শনিবার গভীর রাত থেকে সমুদ্রে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া৷ মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে দিঘায়৷ রবিবার সকালেও ঢেউয়ের উচ্চতা বেড়েছে৷ বিকেলে ভরা জোয়ারের সময় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ১০ থেকে ১২ ফুট হবে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ দিঘা ও বকখালিতেই ঢেউ উঁচু হবে৷ সোমবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷

[মহানন্দা ক্যানেলে পড়ল ডাম্পার, নিখোঁজ চালক-সহ ৩ জন]

ভরা জোয়ারের পাশাপাশি বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হয়েছে৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ এদিকে, ভরা জোয়ারের জেরে ইতিমধ্যেই শনিবার রাত থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে সমুদ্রে৷ যার জেরে গভীর রাত থেকেই ফুলে ফেঁপে উঠছে সমুদ্র৷ রবিবার বিকেলের পর সমুদ্রের ঢেউ আরও ফুলে ফেঁপে উঠতে পারে বলেই আশঙ্কা আবহাওয়াবিদদের৷ যে মৎস্যজীবীরা ইতিমধ্যেই সমুদ্রে বেড়িয়ে পড়েছেন, তাঁদের রবিবারের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে৷ উত্তাল পরিস্থিতিতে ১৩ থেকে ১৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷  

Advertisement
[বিজেপির দলীয় কার্যালয়ে হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে]

চলতি মরশুমে সময়ের আগেই বঙ্গে পা রাখে বর্ষা৷ কিন্তু শুরুর দিকে নিজের দাপট সেভাবে দেখাতে পারেনি৷ একের পর এক নিম্নচাপের হাত ধরে শক্তি সঞ্চয় করেছে বর্ষা৷ তবে শ্রাবণে দুরন্ত ইনিংস শুরু করে বর্ষা৷ সপ্তাহখানেক ধরে প্রায় একটানা চলে বৃষ্টি৷ নাছোড়বান্দা বৃষ্টিতে নাজেহাল হতে হয় আমজনতাকে৷ বৃষ্টি না হওয়ায় দিনকয়েক গন্তব্যে পৌঁছতে বেগ পেতে হয়নি সাধারণ মানুষকে৷ এদিকে, রবিবার ছুটির দিনে ভিড় উপচে পড়েছে দিঘা, মন্দারমণি ও বকখালিতে৷ কিন্তু ভরা জোয়ার ও নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে৷ ঘটতে পারে প্রাণহানিও৷ তাই পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ উপকূলরক্ষী বাহিনীকেও সতর্ক করা হয়েছে৷

[সাত বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মী, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement