Advertisement
Advertisement
বিবেক দুবে

চাহিদা অনুযায়ী মিলল না চপার, বাতিল বিবেক দুবের দার্জিলিং সফর

জঙ্গলমহল সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা৷

Due to chopper crisis Vivek Dube's Darjeeling tour cancelled
Published by: Sayani Sen
  • Posted:April 17, 2019 10:00 am
  • Updated:April 17, 2019 10:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন৷ জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জে ভোটাভুটি৷ তার জেরে বুধবার পাহাড়ে যাওয়ার কথা ছিল বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের৷ কিন্তু নির্বাচনী আবহে মিলল না চপার৷ তার জেরেই বাতিল সফর৷

[ আরও পড়ুন: বিজেপির হয়ে প্রচার! জলপাইগুড়ি থেকে সরানো হল বিএসএফ জওয়ানদের]

ভোটের আগে হাইভোল্টেজ প্রচার চলছে৷ শাসক থেকে বিরোধী সকলেই ব্যস্ত প্রচারে৷ হেভিওয়েট নেতানেত্রীরা একদিনে সারছেন দু’টি আবার কখনও তিনটি জনসভা৷ কম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য ভরসা চপার৷ চাহিদা বেশি থাকায় তাই ভোটের আবহে টান পড়েছে চপারের সংখ্যা৷ এদিকে, বুধবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন৷ উত্তরবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জে ভোট৷ তার আগে বুধবারই দার্জিলিংয়ে যাওয়ার কথা ছিল বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের৷ কিন্তু চপার সংকটে দার্জিলিংয়ে যেতে পারছেন না তিনি৷ দ্বিতীয় দফায় নির্বাচনের আগে বাতিল তাঁর দার্জিলিং সফর৷ ভোটের আগে রায়গঞ্জ সফরেও গিয়েছিলেন বিবেক দুবে৷ মঙ্গলবার দুপুরে সেখানে পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি৷ বলেন, ‘‘রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ৮০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে৷ বাকি ২০ শতাংশ বুথে থাকবে রাজ্য পুলিশ৷ রাস্তায় টহল দেবে কেন্দ্রীয় বাহিনী৷’’ এছাড়াও তিনি জানান বেশিরভাগ বুথেই থাকবে সিসিটিভি ক্যামেরা৷ বৈঠকের পর রাতেই বিহারে চলে যান নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক৷ 

Advertisement

[ আরও পড়ুন: আসানসোলের জনসভায় ফ্যাশন-রূপচর্চার টিপস মুনমুন সেনের]

শুধু একটি লোকসভা কেন্দ্রই নয়৷ অন্যান্য ক্ষেত্রেও বিবেক দুবের সফর নিয়ে তৈরি হয়েছে দোলাচল৷ জঙ্গলমহলের ভোট নজরদারিতে চপার ব্যবহারের কথা আগেই জানিয়েছিল কমিশন। আপাতত বিশ বাঁও জলে সেই ভাবনাও। চপার চেয়ে ইতিমধ্যেই বায়ুসেনাকে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রসচিব। পাশাপাশি সিইও দপ্তরের দাবি, বেসরকারি চপার পাওয়ার চেষ্টা করা হচ্ছে৷ চপারের পরিবর্তে বেসরকারি কপ্টার পাওয়ার চেষ্টাও করা হচ্ছে৷ রাজ্য সরকারের তরফেও নেওয়া হয়েছে উদ্যোগ৷ চলছে চপার খোঁজার চেষ্টা৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement